***বিয়ের আলো***
লিখেছেন লিখেছেন egypt12 ২৫ মার্চ, ২০১৪, ০৯:৪৬:৩৪ সকাল
প্রেমের বয়স তের- চৌদ্দ-
ষোলয় গেলে এবরশন,
শুধু বৈধ বিয়ের বেলায়
বয়স লাগবে পাহাড় সম।
.
বাকুম বাকুম রব তুলেছে
বিয়ে হবে একুশে,
এটাই শুনে গরিব বাবার-
মুখ হয়েছে ফ্যাকাসে।
.
আঠারো তো মেনেছিলাম
এখন কেন একুশ কয়?
বিয়ের অভাব বউয়ের অভাব
সমাজে তাই চরম ক্ষয়।
.
যুব সমাজ-মানব সমাজ
টিকাতে চাই বিয়ের ফুল,
বিয়ের পথটা সহজ কর
বৈধ প্রেমের এটাই মূল।
.
এটা ছেড়ে যতই গাইবে
মেকি প্রেমের জয়গান,
ওটাই হবে মিথ্যে জেনো
সত্যহীনা চরম ফান।
.
এসো সবাই মিলে ধরি
বৈধ প্রেমের গজল সুর,
প্রয়োজনে খাবো নিকায়
লালচে মুড়ি খেজুর গুড়।
.
বৈধ প্রেমের বয়স কর
পনের বা ষোলতে,
আবছা আলোর পথটা ছেড়ে
জাতি আসুক আলোতে।
২২.০৩.১৪
বিষয়: সাহিত্য
১৪২৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফাউ খাওয়া যে বন্ধ হয়,
একটা নিয়ে থাকলে মেতে,
কেমন করে ভদ্র হয়৷
প্রেম কর সব বিয়ের আগে,
নষ্ট কর কন্যা কূল,
তার পরেতে করবে বিয়ে,
ফুটবে যখন বিয়ের ফুল৷
যেভাবে আগাচ্ছে তাতে একদিন বলবে বিয়ের বয়স পচিঁশ। কিন্তু ডাক্তাররা বলেন মেয়েদের প্রথম সন্তান ২৪ বছর বয়সের মধ্যে নেয়া ভাল। এইটা কিন্তু তথাকথিত বিজ্ঞান মনস্কদের জন্য ভাল চান্স। মানে স্রেফ সাস্থগত কথা চিন্তা করে বিয়ের ছাড়াই....
আমার কোন চিনতা নাই
বিয়া করে ঘর জামাই
মেকি প্রেমের জয়গান,
ওটাই হবে মিথ্যে জেনো
সত্যহীনা চরম ফান।
খাটি কথা কইছেন । ধন্যবাদ।
কবিতা অনেক সুন্দর হয়েছে ।
আমাদের ছেলে মেয়েদের ফিজিক্যাল গ্রোথ ইউরোপের ছেলেমেয়েদের চেয়ে বেশী এটা বিবেচনায় এনে মেয়েদের বিয়ের বয়স ১৫; আর ছেলেদের ১৮ করা উচিত
এখন কেন একুশ কয়?
বিয়ের অভাব বউয়ের অভাব
সমাজে তাই চরম ক্ষয়।
আপনার কবিতাটা সত্যিই চমৎকার হয়েছে। অদ্ভুত। খুব ভাল লাগার মত।
যারা বলে একুশে বিয়ে
প্রেমের নামে ফন্দি
ওরা অতি খারাপ যেন
সমাজ করেছে বন্দি।
মন্তব্য করতে লগইন করুন