""স্বপ্নের আল্পনা""
লিখেছেন লিখেছেন egypt12 ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৭:৩৫ রাত
কিছু স্বপ্ন দেখে আনমনে
কত রাত কেটে যায় নির্ঘুমে,
দূর থেকে হায় কে চুমে!?
তার স্পর্শ পেতে দিনগুনে।
.
মন হয়ে বাঁধন হারা-
মনে মনে গুনছে তারা।
.
মনে পড়ে জোস্না স্মৃতি-
সুখে ছিল মনটা অতি।
.
সেই স্বপ্নে দেখা স্বপ্ন পরী
কবে এসে হায়!
হাতে হাতটি রেখে ভাসবে
আমার জীবন দরিয়ায়?
.
আজও তারি অপেক্ষায়
কত দিন যে চলে যায়,
আমি স্বপ্ন বুনে উড়ি
নীল মেঘেরি ডানায়।
.
নীল স্বপ্ন ডানা দিনে দিনে
হচ্ছে আরও নীল,
সেই স্বপ্নে দেখা স্বপ্ন প্রিয়ার
নুপুর শুনে দীল।
.
২৭/১২/২০১৩
বিষয়: সাহিত্য
১৩৪৩ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুতারাং সপ্নহীন।
দর্শনেতে নয়৷
স্বপ্ন শুধু স্বপ্ন রবে,
শেখের পোলা কয়৷
আবার যদি দেয় দর্শন,
অন্য কোন দিন৷
অনামিকায় আংটি দিয়ে,
আপন করে নিন৷
মন্তব্য করতে লগইন করুন