""কর্ণফুলী""
লিখেছেন লিখেছেন egypt12 ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২৮:১৮ সকাল
কর্ণফুলীর বিশালতা
হাতছানি দেয় মোরে,
তীরে বসে উদাস মনে
ডাকছি প্রিয়া তোরে।
.
ডাকটি জানি শুনবিনা তুই
তবু ডেকে যাই,
জানি আমি সহজ বস্তু
সবাই ঠেলে পায়।
.
তবু কেন মনটা জানি
তোকেই ডেকে যায়,
শহরের এই কোলাহলে
কিংবা সবুজ গাঁয়।
.
সবুজ গাঁয়ের মেঠো পথে
দিগন্ত ভরে,
নীলের আভা মেখে চলি
মনেরি ঘরে।
মনের ঘরটা এত পেয়েও
হলনা পূরন,
কারনে আর অকারনে
করিছে স্মরণ।
.
স্মরণে আর জাগরণে
তুমি কর বাস,
তুমি হীনা আমি জেনো
জীবন্ত এক লাশ।
.
তবু বসে ভাবি তোমায়
ভোলা গেল না,
এত মায়া বুকে তবু
তুমি এলেনা।
.
তোমায় ভেবে ডুবে যখন
নদীরই তীরে,
ঘোর ভাঙে তীরে আসা
পাখিদের ভীড়ে।
.
পাখি পাখি ও পাখি-
নেবে আমাকে?
আমিও যে পাখি হব
ভুলে তোমাকে।
.
০৭/১২/২০১৩
বিষয়: সাহিত্য
১১৩৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ।
ঠিকানা দেন ভাই,
এক নিমেষে আনব ধরে,
যেথায় তারে পাই৷
হোকনা কেন ঘরণী সে
অন্য কোন ঘরে,
ছ্যাঁকা দিয়ে পালিয়ে যাওয়া
বুঝিয়ে দেব তারে৷
সন্ধ্যাহল বাড়িত চল,
হীমেল বাতাস লেগে,
ঘুম হবেনা,রইবে বসে,
সারা রাত্রী জেগে৷
ভালো লাগ্লো...
কিন্তু কম দেখি যে? ব্যস্ত নাকি?
শুভেচ্ছা ও শুভকামনা রইলো...
মন্তব্য করতে লগইন করুন