***উকুন রানী***
লিখেছেন লিখেছেন egypt12 ২৬ অক্টোবর, ২০১৩, ০২:৪৩:৩৫ দুপুর
ছিল যে তার অনেক সুনাম
ইয়া লম্বা বেণী,
আদর করে ডাকতো সবাই,
শুধুই উকুন রানী।
.
কেশ ছিল তার অনেক বেশী
যেন পাটের আঁশ,
তাইতো উকুন নামক পোকা
করতো বসবাস।
.
বললে কিছু আসতো তেড়ে
ভয়াল রকম রেগে,
জি-টিভি আর জলসা ছিল
মনে মাঝে লেগে।
.
বসলে সেতো উঠত না আর
কেটে যেতো বেলা,
উকুন খোঁজার নেশাটাও
হয়না অবহেলা।
.
এক বসাতে বীরের মত
শয়ে শয়ে মেরে,
দুপুরের ভাত খাবার আগে
আসতো গোসল সেরে।
.
গোসল সেরে ভাতটি খেয়ে
ইয়া লম্বা ঘুম,
এই সময়ে উকুন রাজ্যে
চলতো খুশির ধুম।
.
উকুন বাজায় খুশির বাদ্য
উকুন রানী ঘুম,
এই সুযোগে ছড়িয়ে পড়ে
বাসার সকল রুম।
.
এটাই হল উকুন রানীর
রূপকথা আর কাব্য,
উকুন রানীর উকুন গুলো
ছিল খুবই সভ্য।
২৯/০৯/২০১৩
বিষয়: বিবিধ
২৩২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন