***এসো চিনি হকের নিশান***
লিখেছেন লিখেছেন egypt12 ২৫ অক্টোবর, ২০১৩, ০২:৫৩:৫২ দুপুর
যদি তুমি নাই চেন
হকের শিবির,
তবে তুমি চেয়ে দেখ
বাতেলের তীর।
***
বাতেলের তীর যেথা
হানবে ভীষণ,
খুঁজে দেখ পাবে সেথা
হকের নিশান।
***
হক আর বাতেলের
দ্বন্দ্বটা পুরনো,
বাতেলের তীর জেনো
মিথ্যাতে জড়ানো।
***
হকের শিবির চলে
মুক্তির পথে,
বাতেলের দল যায়
ধ্বংসের রথে।
***
হক আর বাতেলেরা
একসাথে চলেনা,
সূর্যের আলো কভু
মাঝরাতে মেলেনা।
***
হকের ভা(ই)য়েরা চায়
খোদায়ী বিধান,
বাতেলের কণ্ঠে তো
শয়তানী তান।
***
এসো ভাই দলে দলে
হকের পথে,
ভ্রমে যারা আছো আজও
বাতেলের সাথে।
***
চাই খোদা হেদায়াত
সবারই জন্য,
ধ্বংস তাদের হোক
যারা লোভী বন্য।
***
আজ থেকে ভাই সব
সচেতন হয়ে যাও,
শেষ দিনে জয় চাও?
হকের বিধান নাও।
***
২৫/০৮/২০১৩
বিষয়: বিবিধ
১৪১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন