***আমার বদলে যাওয়া***

লিখেছেন লিখেছেন egypt12 ১২ অক্টোবর, ২০১৩, ০৪:৫৪:০৫ বিকাল



স্বপ্নের সীমা ছেড়ে আশা যবে চলে যায়,

ওই যাওয়া দেখে দেখে আমি কাঁদি নিরালায়।

.

কান্নার দাম নেই নিষ্ঠুর এ দুনিয়ায়,

কষ্টের ব্যাথা তাই দাগ হয়ে রয়ে যায়।

.

দাগ গুলো মুছে দেবে কে আছো প্রেয়সী,

চাই না তো চাই না মন-হীনা রূপসী।

.

রূপসীর রূপ জুড়ে ছলনার ছাপ,

মন জুড়ে এঁকে চলে মায়াহীন ধাপ।

.

ওই ধাপে গড়িয়েই নিচে পড়ি আমি,

ভুলেরই ঘুম ভাঙো প্রেমহীনা তুমি।

.

তাই আজ গড়িনা স্বপ্নের বাসা,

যেটা নিয়ে খেলতে প্রেমহীন পাশা।

.

এখন আমার মন শক্ত অনেক,

স্বপ্নের ঠাই নেই একটু ক্ষণিক।

.

১২/১০/১৩

বিষয়: সাহিত্য

১৩৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File