***স্বাধীনতার খোঁজে***
লিখেছেন লিখেছেন egypt12 ৩১ আগস্ট, ২০১৩, ১২:১৯:৩৫ রাত
স্বাধীনতা তুমি কোথায় লুকিয়ে?
দেখ সীমান্ত কান্না;
দেখ স্বাধীন দেশের গরীব ঘরেতে
এখনো হয়নি রান্না।
দেখ ভোট দিয়ে যারে গদিতে বসাই
তার সীমাহীন স্পর্ধা,
শত্রুর কাজে আগে আগে সে
আমাকে দেখালো পর্দা।
দেখ আমার দেশের প্রহরীরা আজ
বেঘোরেই প্রান দেয়,
আমার বুকেতে নখেরই দাগ
শকুন ঠোঁটেতে শান দেয়।
দেখ কিশোরীর ওই উচ্ছল দিন
ধর্ষণে হয় লাল,
লজ্জায় কাঁদে কিশোরীর মাতা
পিতা ভ্রাতা ছাড়ে হাল।
দেখ হাড় ভাঙ্গা ওই কঠিন শ্রমে
কৃষক ফলায় ধান,
লোভীর আড়ত সব শুষে নেয়
কৃষকের দুখ-গান।
চলছে এদেশ ধ্বংসের রাহে
কেউ নেই জনতার,
ভণ্ডরা সব নেতা হয়ে গেছে
পূজা করে ক্ষমতার।
স্বাধীনতা তুমি কোথায় লুকিয়ে-
হারিয়ে গিয়েছ নাকি?
নাকি মিথ্যার রথে এসেছিলে তুমি-
আবার দিয়েছ ফাঁকি?
স্বাধীনতা তুমি এসো এসো ফিরে
ডাকছে তোমায় জনতা,
স্বাধীনতা তুমি ক্ষমতার নও
জনতাই দেবে মমতা।
হারিয়ে কি খোঁজে স্বাধীনতা তোরে-
ফুটপাতের-ঐ শিশু?
আজ কেন তবে হয়ে গেলি তুই-
ক্ষমতা লোভীর টিস্যু?
ওরে স্বাধীনতা আয় আয় বুকে
কোটি কোটি জনতার,
আজ তোকে জাতি বুকে রেখে দেবে
মুছে দিয়ে অনাচার।
বিষয়: বিবিধ
১৪০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন