***চব্বিশ বসন্তের কান্না***
লিখেছেন লিখেছেন egypt12 ১৪ জুন, ২০১৩, ০৩:০৫:৩৭ দুপুর
দেখতে দেখতে চলে গেল
চব্বিশটি বসন্ত,
আজও আমার জীবন ভেলা
মাঝ দরিয়ায় ভাসন্ত।
স্বপ্ন হাজার হারিয়ে গেল
বাস্তবতার স্রোতে,
প্রেমের সৃতি জ্বালায় মোরে
দাগা দিয়ে ক্ষতে।
তবু আমি ঠায় দাড়িয়ে
লৌহ মানব যেন,
হাড়ের বুকে নরম হৃদয়
সে দেখেনা কেন?
রক্ত মাংসের মানুষ তুমি
নরম দেহ-কূল,
পাথর হৃদয় বক্ষে তোমার
চিনতে হলো ভুল।
সেই ভুলেরই টানছি ঘানি
সব-রে বুঝি ভুল,
তাইতো আমার জীবন ভেলা
পায়নি আজও কূল।
কূলের দেখা পাবো কবে
দিশেহারা মন,
থেকে থেকে মনে পড়ে
অতীত মায়ার ক্ষণ।
হায়রে অতীত জ্বালাস কেন
আমায় ক্ষণে ক্ষণে,
ভাবছি আমি চলেই যাব
সব ছেড়ে ঐ বনে।
বিষয়: বিবিধ
২১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন