***তুঁইও রাইক্ষ নলেজত*** (চাটগাঁইয়া)

লিখেছেন লিখেছেন egypt12 ১০ জুন, ২০১৩, ০২:১৮:৩৭ দুপুর



হর্নফুলীর তীরত বই

চিন্তা গরীর অতীত,

চিডিং মাইয়্যার ফিরিত অ্যাঁরে

ফেলি দিয়ে ক্ষতীত।

মন-ন্নান অ্যাঁর সাদা আছিল

তুঁই কা ন-বুঝিলা?

তুঁই তো দেকির ফদ্মা নদীর

মাজির কপিলা!

দুবাই-আলা জামাই লইয়্য

ব্যবস্যা গরে ফাইন,

তুঁই গইজ্জ ইন্টার-ফাস

হেতে গইজ্জে নাইন।

অ্যাঁই ছলির ঢগর-ঢগর

মনোত শান্তি নাই,

মনোত কজ্জে জীবন্নান লই

ফানিত ডুবি যাই।

কে-নে ডুবি হ-না অ্যাঁরে

বাইছ-তো-ত মন চায়?

মেম্বর বারির মাইঝ্যা মাইয়্যা

ফিরিত গইত্ত চায়।

মাইঝ্যা ফরি বাদাম ছুলে

অ্যাঁই শুধু খাই,

তোঁয়ারে অ্যাঁই দেহাই দিয়ুম

তারে যদি ফাই।

তয়াত্তুন-ও সুন্দর মাইয়্যা

ফরের ডিগ্রী কলেজত,

সামনের মাসোত বিয়া গরির

তুঁইও রাইক্ষ নলেজত।

১০/০৬/১৩

বিষয়: বিবিধ

১৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File