আব্বার কান্দন-(বাবার কান্না)

লিখেছেন লিখেছেন egypt12 ০৯ জুন, ২০১৩, ০৫:০৯:০৩ বিকাল



ওরে সাধের হুত ঝি-

অ্যাঁই মইল্লে নি বুইঝবি,

খেতা বালিশ কম্বল থুই-

অ্যাঁরে তোরা খুইজবি।

কতা কইলে হুনচ না

খেয়াল খুশি চলোচ,

হোয়া লেকা বাদ দি থুই

হারা দিনে খেলোচ।

তোর গো কতা চিন্তা করি

দিবানিশি গুরি,

রাইতের বেলা গুম আইয়্যে না

বেয়ানেতে ঝুরি।

কতা কইলে হুনচ না কা-

অ্যাঁই কি জমিদার?

তোর গো কতা বাবি বাবি (ভাবনা)

ছিরি গেচে তার।

ডাক্তার কইচে বেলাড ফেসার

বাড়ি গেচে বেশি,

ফেড-ও গেচে নষ্ট অই অ্যাঁর

খাইতে আছি ভুষি।

আঁত্তে লাগে তোরা কিন্তু

আইজও দুক্ক বুজতি-নো,

মনে করচ মা-বাপ বুজি-

কোনো দিনও মইত্তো-নো!!!

আবার কইয়ের হুত ঝি

আণ্ডা মইল্লে বুইজবি,

দুক্ক করি কাইটবো জীবন

আণ্ডা কবর খুইজবি।

২৯/০৮/২০১২

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File