এসো আল্লাহর কাছে চাই
লিখেছেন লিখেছেন egypt12 ০৭ জুন, ২০১৩, ০৮:৩৫:৩০ রাত
পীরের দরগায় মানত চলে
মসজিদ থাকে খালি,
দরগাতে যায় কোর্মা পোলাও
মসজিদ গেছে ভুলি।
ইমাম সাহেব নামাজ পড়ায়
দু টাকা পায় খেতে,
দরগা খাদেম সব নিয়ে নেয়
মিছার মায়া পেতে।
পীর হয়েছে অনেক বড়
বেহেস্ত দিয়ে দেয়,
স্বামীর সোহাগ ফিরবে বলে
অর্থ লুটে নেয়।
সন্তানও দেয় সুখ কিনে দেয়
দেয় যে কত কি!
এমন ভণ্ড আমরা ও ভাই
অনেক দেখেছি।
সবই যদি পীরের কাজ
আল্লাহ করেন কি?
হাজার লক্ষ নবী রাসুল
ভেজে চলে ঘি!?
মৃত মানুষ পারে যদি
সকল কিছু দিতে,
তবে খোঁজ হাজার নবীর
কবর সাথে ভিটে।
পীরের চেয়ে অনেক মহান
তারাই ছিলেন নবী,
তাদের দোয়ায় ঘুচত আঁধার
উঠত সকল রবি।
তুমি যেমন পীরের কাছে
তোমার নাজাত চাও,
ভেবেছ কি তার কি হবে
একটু ভেবে নাও।
বেহেস্ত কি আর বাপের ধন
কেউ কি দিতে পারে?
বেহেস্ত দোজখ আল্লাহ দেবেন
সব হিসেবের পরে।
তাই তো বলি মাজার নিয়ে
আর হয়োনা অন্ধ,
নিজেই আস মিলাও তবে
তোমার জীবন ছন্দ।
শোন ও ভাই বলি শোন
কেউ দেবেনা জামিন,
খোদার কাছেই চেয়ে গেছেন
আদম থেকে আমীন।
সবাই এসো দু হাত তুলে
তারই কাছে চাই,
নিজে নিজে পুণ্য করে
নাজাত চেয়ে যাই।
তোমার হিসেব তুমি দেবে
আমার হিসাব আমি,
সকল কাজের হিসেব নেবেন
বিচার দিনের স্বামী।
এসো থাকি আমরা সবাই
শিরক থেকে মুক্ত,
অন্ধ ভুলে আর হয়োনা
ওদের দলে যুক্ত।
বিষয়: বিবিধ
১৪৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন