"নতুন ধর্মশিক্ষা"
লিখেছেন লিখেছেন ডিকটেটর ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:২৪:১৬ সকাল
(কিছু অপ্রিয়
সত্যকথা বলা হয়েছে তথাকথিত
চুশীলদের না পড়াই উত্তম)
ইসলাম ও নৈতিক শিক্ষা'' বইয়ের
(নবম-দশম শ্রেনি) ৮২ পৃষ্ঠায়
লিখা আছে:-"দেবদেবী বা আল্লাহ
ব্যতীত অন্য কারো নামে জবেহ
করা পশু খাওয়া হারাম!"
''ইসলাম ও নৈতিক শিক্ষা''র
নামেকি শেখানো হচ্ছে আমাদের?
আসুন জেনে নিই -
আওয়ামী রাজনীতি মূলত
পরিবর্তনের রাজনীতি, পাল্টানোর
রাজনীতি । তবে এ পাল্টানোর
সিস্টেম হল 'নাম ও মুখোশ
পাল্টানো' যা শুধু ক্ষমতা কুক্ষিগত
করার জন্য।
যেমন -
>চোর হইলে -দেশপ্রেমিক ,
>নাস্তিক হলে -শহীদ ,
>কালোবিড়াল হইলে -সফল দফতর
বিহীনমন্ত্রী,
>রাজাকার হইলেও-
যুদ্ধাপরাধী না ইত্যাদি ইত্যাদি ।
তবে এ পরিবর্তন কখনো পেশাগত
আবার কখনো রূপগত । পাল্টানোর
রাজনীতিতে 'গণতন্ত্রের মানস
কন্যা' তাই ,এই পুস্তককেও বাদ
রাখবেন কেন ? তাই ছাড় দেননাই
।বইয়ের নামও তো পাল্টিয়েছেন ।
আগে এর নাম ছিল 'ইসলাম শিক্ষা '।
এখন এর নামের সাথে 'নৈতিকতা'
যুক্ত করেছেন ।এতে বুঝা যায়
ইসলাম শিক্ষাতে বোধ হয়
নৈতিকতার অভাব আছে !!!
অথবাকোনই নৈতিকতা নেই !!!
ভাগ্যিস বইটির নাম ইসলাম ও
মুজিবীয় শিক্ষা রাখা হয়নি !!!এই
জন্য সরকার কে আন্তরিক
ধন্যবাদ !!! এইসব ভুলভাল
শিক্ষা দিয়া শেখ হাসিনা সরকার
সম্রাট আকবরের মত নতুন ধর্ম
'দ্বীন-ই-বাংগাল '
সৃষ্টিকরতে চাচ্ছেন । যার
মডারেটরের দায়িত্বে আছেন
শিক্ষা মন্ত্রণালয় ও
সরকারী পোষ্য
মুরগির খামার থুক্কু
শাহবাগীআন্দুলন ।
বিঃদ্রঃ- সত্য কথা বলায় কোন
প্রগতিশীল ,চুশীল সমাজের
আঁতে ঘাঁ লাগলে লেখক দায়ি নহে।
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন