চোর হইয়াও 'দেশপ্রেমিক' :আর রাজাকার হইলেও 'যুদ্ধঅপরাধী না'
লিখেছেন লিখেছেন ডিকটেটর ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১৮:২৬ সন্ধ্যা
এ কথা অকপটে স্বীকার করতেই হবে যে, সকল রাজনৈতিক দলে রাজাকার আছে ।তবে আওয়ামি লীগে কোন যুদ্ধঅপরাধী নাই।
কারণ উপরের শিরোনামে বর্ণিত লাইন দুটির প্রবক্তা আমাদের দেশের আশার আলো গণতন্রের খাদক কন্যার ।এভাবেই তিনি সত্যায়িত করেছেন তার মন্রি ও বেয়াই কে ।
অবস্থাদৃষ্টে এমন মনে হয় যে আওয়ামি লীগে কোন যুদ্ধঅপরাধী নাই ।আর থাকবেই বা কেমনে।
মহান স্বাধীণতা যুদ্ধে আওয়ামি লীগের অবদান অনস্বীকার্য ।পূর্বের আওয়ামি লীগ আর এখনকার আওয়ামি লীগের মধ্যে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায় ।
পূর্বে এটি ছিল মাত্র একটি গণতান্ত্রিক দল !!!!
অর এখন এটি কয়েক গুণবেশি শক্তিশালী অত্যাধুনিক ডিজিটাল মেশিন যার মুখদিয়ে টিক্কা খাঁ ঢুকলেও পাছাদিয়ে বীরশ্রেষ্ট হিসেবে বের হয় । যা বর্তমান প্রেক্ষাপটে বুঝা যায় । তাই সময় এসেছে এসব মুখোশধারীদের মুখোশ উন্মোচন করার ।
বিষয়: রাজনীতি
১২১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন