দাড়ি হত্যাকারী

লিখেছেন লিখেছেন আফসার নিজাম ২৪ আগস্ট, ২০১৪, ০৮:১৭:৩১ রাত



বন্ধুবর কবি আহমদ বাসিরের দাড়ি হত্যার প্রতিবাদে



আফসার নিজাম


তোমার ফোন আমাকে উদ্বিগ্ন করেছে-

শুনলাম এই মাত্র তুমি

লালন করা দাড়িগুলোকে হত্যা করেছ

হত্যা করেছ- বিদেশী ব্লেডের নিষ্ঠুরতায়।

আহ! কি কষ্ট নিয়েই না

চলে গেলো তারা

ফিলিস্তিনিদের মতো উদ্বাস্তু হয়ে

নিজেদের জমি থেকে।

হে নিষ্ঠুর দাড়ি-হত্যাকারী

তুমি কি জানো?

যার একটুকরো জমি নেই

সে কতোটা অসহায়

তুমি কি জানো?

I HAVE NO LAND মানে

কতো ফোঁটা অশ্রুজল।

কিন্তু হায়!

একটি বারও আগ্রাসী ব্লেডের ধারালো ‘সীমার’

বুঝেনি রিফুজি দাড়িদের- বাস্তুহারা এলিজি।

বিষয়: সাহিত্য

১১৭২ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257848
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:২১
মোহাম্মদ লোকমান লিখেছেন : এভাবে হত্যা করা ঠিক হয়নি।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৮:৪১
201515
বাজলবী লিখেছেন : ঠিক হয়নি।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৩২
201523
আফসার নিজাম লিখেছেন : তা ঠিক বলেছেন
257870
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৪১
আজিম বিন মামুন লিখেছেন : ওনাকে ইবলিসে ভালভাবে জেকে ধরেছিল।আল্লাহ আমাদের সকলকে এই মূল্যবান সুন্নতের পাবন্দী করার এবং সেই সাথে হেফাজত করার তৌফিক দান করুন।আমীন।
২৪ আগস্ট ২০১৪ রাত ০৯:৫২
201529
আফসার নিজাম লিখেছেন : হা হা হা
২৫ আগস্ট ২০১৪ রাত ১২:৩৬
201577
বাজলবী লিখেছেন : অামিন
257902
২৪ আগস্ট ২০১৪ রাত ১০:৪৮
আবু জান্নাত লিখেছেন : ইয়া আল্লাহ! মাজলুম দাড়ীর ফরিয়াদ সকল মুসলমান যেন অনুধাবন করতে পারে ও দাড়ীর হেফাজত করতে পারে, তুমি তাদের তাওফীক দান কর। আমীন।
২৫ আগস্ট ২০১৪ রাত ১২:৩৮
201578
বাজলবী লিখেছেন : অামিন
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৫৫
204350
আফসার নিজাম লিখেছেন : আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File