গুম কাব্য-এক
লিখেছেন লিখেছেন আফসার নিজাম ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৯:৪৭ সকাল
ডিং ডং ডুম হায় ডিং ডং ডুম
কখন যে কার ছেলে
কার স্বামী
হায়ে যায় গুম
সেই কথা ভেবে ভেবে
থাকি নির্ঘুম
ডিং ডং ডুম হায় ডিং ডং ডুম।
ডিং ডং ডুম হায় ডিং ডং ডুম
ঘর থেকে বাইরে
যখন আমি যাইরে
ছোট এই মেয়েটাকে
দিয়ে যাই চুম
কারণ আমি জানি না
কখন হই গুম
ডিং ডং ডুম হায় ডিং ডং ডুম।
বিষয়: রাজনীতি
১১৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন