কখনো স্বদেশ
লিখেছেন লিখেছেন আফসার নিজাম ০৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১১:৩০ বিকাল
কখনো স্বদেশ সূর্য উদয় হয়
কখনো স্বদেশ সূর্য ডুবে যায়
কখনো স্বদেশ দিন বদলে
আঁধার নেমে আসে
কখনো স্বদেশ রাত শেষ হয়
বিহঙ্গ ভোর হাসে
কখনো স্বদেশ বিদ্রোহ করে
রাঙা হয় রাজপথ
কখনো স্বদেশ স্বাধীন স্বাধীন
ফুল গালিচা পথ
কখনো স্বদেশ খুন গুম হয়
আজাজিল দেয় চুম
কখনো স্বদেশ জ্যান্ত মরা
জেগে জেগে যায় ঘুম
কখনো স্বদেশ সূর্য উদয় হয়
কখনো স্বদেশ সূর্য ডুবে যায়
বিষয়: সাহিত্য
৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন