পতাকা বনাম ১ দিন জেল!!!

লিখেছেন লিখেছেন ওমান সালালাহ ২৯ এপ্রিল, ২০১৩, ০৭:২৯:০৪ সন্ধ্যা

এ মাসে আমি ওমানের রাজদানি মাস্কেট আল কুরাম গেলাম। আমার একটা কাজে, আমাদের বাংলাদেশের এম্বাসিতে। আমাদের দেশের এম্বাসিতে, যারা সচরা চর গেছেন,তারা হয়তো চিনবেন। আমাদের এম্বাসির পাশে আমিরিকান এম্বাসির অফিসারদের বাস ভবন, তার পাশে আরব সাগর। যাক ,মুলে আসি, যেমনই আমি এম্বাসি রোড়ে গেলাম...। আমার নজর এ আসলো আমার দেশের জাতীয় পতাকা লোভ শামলাতে পারলাম না অমনি মোবাইল এ একটি ছবি তুলে নিলাম। তার পর এম্বাসিতে আমার কাজ শেষ করে চলে আসবো তার পর আরব সাগরের পাশে বসলাম বসে আরেকটি ছবি তুললাম। তকন এক গাড এসে আমাকে বলল? সরি বস আপনাকে আমার সাতে যেতে হবে। আমি বললাম কেন? সে, আমাকে বলল আপনি আমাদের বসস এর বাসভবনের ছবি তুলেছেন তাই! আমি যতই বলতে চাইলাম যে, আমি আপনাদের বসস এর বাসভবন ছবি তুলি নাই...। আমি আমর দেশের জাতীয় পতাকার ছবি তুলেছি। আপনি দেকুন মোবাইল এ আছে , সে দেকতে রাজি হল না। তকন আমি তার সাতে গেলাম। তার পর পুলিশ আসল। আমি পুলিশকে বুজাতে চাইলাম। কে শুনে কার কতা...আমাকে নাকি পুলিশ অফিস এ যাইতে হবে। অবশেষে গেলাম। তারপর পুলিশ আমাকে বলল। আপনি আমিরিকান এম্বাসির ছবি তোলার অপ্রাদে আপনাকে আমরা এরেস্ট করলাম। আমি হাসতে লাগলাম...... আমি ভয় পেলাম না। আর পুলিশকে বলতে লাগলাম শত হলে ও আমিরিকান এম্বাসি...!!!! তার পর পুলিশ ও দাঁড়িয়ে আমার সাতে হাসতে লাগল...। আর আমি মনে মনে ভাবতে লাগলাম জেল কোন সমস্যা না আমার এই পতাকার কারনে কত ভাই জীবন দিল। আর আমি ১ দিন জেলে যেতে পারবো না......।সে দিন আমাকে জেলে যেতে হয় নি। কারন আমার আরবির এক কাছের আত্মীয় ছিল এই পুলিশ অফিস এ... যাই হোক পাডক আমার লেকাতে অনেক ভুল আছে কারন আমার অফিস পি চি তে বাংলা নাই।

বিষয়: বিবিধ

১৮১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File