দুনিয়ার প্রত্যেকটি আন্দোলনের পেছনে নৈতিক ভিত্তি থাকে
লিখেছেন লিখেছেন আল আমিন ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৮:০০ সকাল
দুনিয়ার প্রত্যেকটি আন্দোলনের পেছনে নৈতিক ভিত্তি থাকে। কিন্তু শাহবাগ আন্দোলনের কোনো নৈতিক ভিত্তি ছিল না। আদালতের রায়কে মেনে না নেয়া আদালত অবমাননার শামিল, তারপরও তারা আদালতের রায়কে অশ্রদ্ধা করে আইন আদালতের তোয়াক্কা না করে কিছু ব্যক্তির ফাঁসি দাবি করেছে। শাহবাগের আন্দোলনকারীরা ’৭১-এ যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে; কিন্তু তাদের মুখ থেকে কখনোই ১৯৫ জন পাকিস্তানি যুদ্ধাপরাধী ফিরিয়ে এনে বিচার করার দাবি উত্থাপিত হয়নি। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সব দলেই ’৭১-এ পাকিস্তানের সমর্থকরা কমবেশি আছে। কিন্তু শাহবাগের কোনো কর্মী মনের ভুলেও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো রাজাকারের বিরুদ্ধে হুঙ্কার ছাড়তে পারেনি। উল্টো তারা মহীউদ্দীন খান আলমগীরকে রাজাকার বলায় বঙ্গবীর কাদের সিদ্দিকীকে নব্য রাজাকার উপাধি দিয়েছে।
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন