আমার সৃষ্টকর্তা কে?আমার বাবা না আল্লাহ?

লিখেছেন লিখেছেন আল আমিন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০০:৩৬ সকাল

কোন অন্ধকারের পথে আমরা অগ্রসর হচ্ছি?কি হতে যাচ্ছে?কারা আমাদের পরিচালিত করছে?দেশে দুটি সেনসেটিভ বিষয় সামনে আনা হয়েছে।একদিকে জাতীয়তাবাদ অন্যদিকে ৯০%মানুষের ধর্ম ইসলাম।জাতীয়তাবাদ একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় যুগে যুগে অসংখ্য মানুষ দেশের জন্য হাসি মুখে জীবন দিয়েছে।পৃথিবী সকল দেশেই মাতৃভূমিকে গর্ভধারীনী মায়ের সমান মযার্দা দেওয়া হয়েছে।যে মা এতো কষ্ট করে আমাকে গর্ভে রেখেছে,প্রসব যন্ত্রনা সহ্য করেছে,শৈশবে লালন পালন করেছেন তার জন্য জীবন বিসর্জন তুচ্ছ ঘটনা বৈকি।অপর দিকে আল্লাহ সুবাহানাল্লাহ তায়ালা।যিনি তৈরী করেছেন বিশ্বজগত।আকাশ বাতাস পানি।নিজ হাতে তৈরী করেছেন মানব জাতীর আদি পিতা হযরত আদম (আঃ)কে,তারপর মানব জাতীর আদি মাতা হযরত হাওয়া (আঃ)কে।শুধু সৃষ্টি করেই ক্ষান্ত হননি,দিয়েছেন সৃষ্টির সেরা জীবের মযার্দা।যে মায়ের গর্ভে আমি থাকব সেখানে আমি যেন কখনও কোন কিছুর অভাব না করি তার জন্য কত কিছুর আয়োজন করে রেখেছেন।যিনি আমার মাকে লালন পালন করেন।সেই আল্লাহর জন্য আমি কি করেছি,কি করব?যারা আমার মায়ের সৃষ্টিকর্তা আল্লাহকে গালি দেয়,অর্মযাদা করে তারা কি আমার মাকে অসম্মান করছে না? তারা আমার ও আমার মায়ের সৃষ্টিকর্তা অসম্মান করেছে আমি কখনও তাদের পক্ষে লড়ব না,আমি আমার প্রতিটি রক্ত বিন্দু নিঃশেষ করে হলেও তাদের রুখে দিব।আল্লাহ মহান।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File