এরা কি যুদ্বাপরাধীদের বিচার চাইছে নাকি সরকারের মিথ্যাচারকে আড়াল করছে?

লিখেছেন লিখেছেন আল আমিন ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:০৪:২৭ দুপুর

শাহবাগে কি হচ্ছে তানিয়ে পুরো জাতি এখনও বিভ্রান্তিতে আছে।বলা হচ্ছে ওটা নাকি গণজাগরণ যদি তাই হতে থাকে তাহলে সেখানে কেউতো বলছেনা বিডি আর বিদ্রোহের নামে যে ৬৭জন সেনা অফিসারকে নৃশ্বংস ভাবে খুন করা হলো তাদের কেনো বিচার চাওয়া হচ্ছে না?নাকি এটা জাতীয় ইস্যু নয়?শেয়ার বাজার কারসাজির মাধ্যমে প্রায় লক্ষ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া হলো ৩৩ লক্ষ বিনিয়োগ কারীকে নিস্ব করে সেটা কি জাতীয় ইস্যু নয়?বিশ্বজিত কে কুপিয়ে হত্যা করা হলো সাগর-রুনি কে হত্যা করা হলো কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হলো,হল-মার্ক ডেস্টিনির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করে পথের ফকির করা হলো লক্ষ লক্ষ সাধারণ মানুষকে।পদ্মা সেতু সেটা নাই বললাম। কেননা এই সেতু নিয়ে যাদের সন্দেহ হয় তারা কেচো নয় বিষধর কেউটে সাপ।যারা এইসব ইস্যু নিয়ে রাস্তায় নামে তাদেরকে গরম পানি পিপার স্প্রে দিয়ে হত্যা করা হয় আর যারা এইসব ইস্যু আড়াল করার চেষ্টা করছে তাদেরকে সোয়াট র‌্যাব পুলিশ দিয়ে প্রহরায় রাখা হচ্ছে।তাই জাতিকে আজ বুঝতে হবে বিবেক দিয়ে আবেগ দিয়ে নয়।শাহবাগের আন্দোলন কারীদের জনগনের প্রতি সামান্য শ্রদ্বা থাকত তবে অবশ্যি এই দাবীর প্রতি সংহতি প্রকাশ করত।

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File