একই মাটি থেকেই তো মাকাল এবং আপেল ফলের গাছ হয়, অথচ দু’টো কতই না আলাদা !
লিখেছেন লিখেছেন আল আমিন ১০ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৮:৩৮ দুপুর
এক বিশ্লেষণকারী ভাইয়ের পোস্টঃ
একমাত্র হুমায়ূন আহমেদই মুক্তিযুদ্ধকে সঠিক চেতনায় তুলে ধরেছেন। নিজে খুব অসহায়ত্বের মধ্য দিয়ে সেই সময় গেলেও যখনি কলম ধরেছেন, তার লেখক সত্বা তার সার্বভৌমত্বে সেই খারাপ অভিজ্ঞতাকে নাক গলাতে দেয়নি। তিনিই দেখিয়েছেন, এরকম একটা বড় ঘটনায় কত রকম মানুষের কত রকম মুক্তিযুদ্ধ। ’১৯৭১’ বইয়ে দেখা গেল, পাকিস্তানি হানাদার বাহিনীর পিএস ছিল একজন মুক্তিকামী মানুষ এবং গোপনে গোপনে ভুল তথ্য ও সিদ্ধান্ত দিয়ে মুক্তিযোদ্ধাদের বাচাতো ! ‘শ্যামল ছায়া’য় দেখা গেল, পাকিস্তানের অখন্ডতায় বিশ্বাসী একজন ধর্মপ্রাণ হুজুর কেমন করে শেষমেশ মুক্তিযুদ্ধে শামিল হন।আর ‘জোছনা ও জননীর গল্প’-এ দেখালেন, নিজ এলাকায় দাঙ্গা-হাঙ্গাম রোধে নিজেই দায়িত্ব নিয়ে শান্তিবাহিনীর প্রধান হওয়া একজন ধর্মভীরু হুজুরের কর্মকান্ড (যেটি তিনি উদ্ধৃত করেছেন সত্যিকারের ঘটনা হিসেবে)। একই মায়ের সন্তান জাফর ইকবাল। খুবই আশ্চর্য হই, এও সম্ভব ?
আবার ভাবি, একই মাটি থেকেই তো মাকাল এবং আপেল ফলের গাছ হয়, অথচ দু’টো কতই না আলাদা !
বিষয়: বিবিধ
১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন