মোষ্ট ওয়ান্টেড
লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ২৪ মার্চ, ২০১৩, ০৫:৪৫:২৬ বিকাল
পুলিশ ও র্যাব এর মোষ্ট ওয়ান্টেড তালিকায় শীর্ষে যারা আছেন তাদের মধ্যে অন্যতম জামায়াত নেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ। একটি সুত্র থেকে জানা যায়, তাকে গ্রেফতারের জন্য ইতোপূর্বে রাজধানীর সবুজবাগ, মালিবাগ, রামপুরা, বনশ্রী, উত্তরা, মোহাম্মদপুর, যাত্রাবাড়ী সহ বিভিন্ন যায়গায় একাধিকবার হানা দিয়েছে পুলিশ ও র্যাব। কিন্তু বারবারই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়েছে।
সুত্র থেকে আরও জানা যায়, গত কিছুদিন পূর্বে বিএনপি কার্যালয়ের সামনে ১৮ দলের দু'টি সমাবেশে তার উপস্থিতি পুলিশ ও র্যাব কে ভাবিয়ে তোলে। ওই সমাবেশ দু'টিতেই পুলিশ, র্যাব ও গোয়েন্দা বাহিনী ডঃ শফিকুল ইসলাম মাসুদ এর উপর প্রখর দৃষ্টি রাখে সমাবেশ শেষেই তাকে গ্রেফতারের জন্য, তারপরও পুলিশ, র্যাব ও গোয়েন্দাদের চোখ ফাকি দিয়ে উধাও হয়ে যান তিনি। এতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হয় তিনি হয়ত বিএনপি কার্যালয়েই রুহুল কবির রিজভী'র সাথেই গোপনে অবস্থান করছেন। সেই সুত্র ধরেই পুলিশ বিএনপি কার্যালয়ে কোন সার্চ ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে তছনছ করে। উদ্দেশ্য ছিল ডঃ শফিকুল ইসলাম মাসুদ এবং তাকে খুজে পাওয়ার সর্বাত্নক চেষ্টা করা হয়। কিন্তু তাকে না পেয়ে অবশেষে বিএনপি নেতাদের গ্রেফতার করা হয়।
বারবার ব্যর্থ হয়ে পুলিশ, র্যাব ও গোয়েন্দারা নতুন কৌশলের অংশ হিসেবেই তার স্ত্রীকে আটক করে র্যাব।
বর্তমানে জামায়াতের রাজনীতির অন্যতম কান্ডারী হলেন এক সময়ের তুখোড় ছাত্রনেতা ডঃ শফিকুল ইসলাম মাসুদ। আওয়ামীলীগ মনে করে তাদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার প্রধান বাধা এই জামায়াত নেতা।
বিষয়: বিবিধ
১৩৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন