বাশেঁর লাঠি

লিখেছেন লিখেছেন ক্ষেপনাস্ত্র ১২ এপ্রিল, ২০১৩, ০৯:৩৩:৩৩ রাত

ফটিকছড়ির চিত্র দেখ, অন্তরে ভয় ঢুকাও রে,

আমরা যদি থুথুই ফেলি, ভেসে যাবি তাতেই যে।

ধৈর্য্য যদি ভাঙ্গে মোদের, পথ পাবি না পালাবার,

আর দেবো না সুযোগ কোন, ঘর-বাড়ি'টা জ্বালাবার।

থাকতে সময় তওবা করো, টাল-বাহানা ছাড়ো যে,

বাশেঁর লাঠি হচ্ছে রেডি, ধোলাই হবে চরমে।

দেশের মানুষ উঠছে জেগে, চলবে না আর গুন্ডামী,

মাথায় পট্টি হাতে তসবি, বন্ধ করো ভন্ডামী।

পাছে পাছে মারবো লাথি, উইড়া যাবি সাগরে,

শাহবাগী সব নাস্তিকেরা, ভারত মাতা'য় ভাগরে।

বিষয়: বিবিধ

১০৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File