বাঘা তেতুলের গাছে হিমসাগর আম!!!

লিখেছেন লিখেছেন শফিউর রহমান ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৪:৫১ সন্ধ্যা



শিক্ষামন্ত্রী অভিভাবদেরকে বলছেন,

.... তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ, মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবেন। সে যেন ইসলাম ধর্মের প্রকৃত মূল্যবোধ অর্জন করে ও ইসলামের প্রকৃত শিক্ষা অর্জন করে ....

জনাবকে জিজ্ঞেস করি, এগুলোতো স্কুল, কলেজ, ভার্সিটি বা মাদ্রাসা থেকে শেখার কথা। এগুলো শেখানোর ব্যাবস্থা করাতো আপনার দ্বায়িত্ব, যেহেতু আপনি শিক্ষামন্ত্রী। অভিভাকরাতো তার বাচ্চাদেরকে আপনারই হাতে তুলে দেন যেন তাদের বাচ্চা আপনি যে গুণগুলো অর্জন করার কথা বলেছেন সেগুলো অর্জন করতে পারে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে থেকে।

কিন্তু আপনি কি শিক্ষা দিচ্ছেন। আপনার শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে যারা আছেন, তারা ঘোষণা দিচ্ছেন যে, যারা ভার্সিটিতে ইসলাম শিক্ষা দেয় তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। আপনি শিক্ষা ব্যাবস্থা থেকে ইসলামকে তথা নৈতিক শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করছেন কারিকুলামের মাধ্যমে। আর আশা করছেন অভিভাবক তাদের সন্তানদেরকে আপনার বর্ণিত কাঙ্খিত মানে নিয়ে আসবেন। এটা বালখিল্য নয়? আবার যারা ইসলামের শিক্ষায় কোন না কোনভাবে শিক্ষিত হয়ে আপনার বর্ণিত গুণগুলো অর্জন করছে তাদেরকে আপনারা অন্য নামে অভিহিত করে হত্যা, জুলুম, নির্যাতন, গুম ইত্যাদীর খেলায় মেতে উঠেছেন।

আপনার যা বলেন তা বুঝে বলেন, নাকি না বুঝে বলেন তা বুঝা কঠিন। নাকি বুঝে শুনেই জনগণকে বিভ্রান্ত করতে এগুলো বলেন। কিন্তু করেন অন্য কিছু? আপনারা লাগানোর সময় মালিকে বলছেন, বাঘা তেতুলের গাছ লাগাও, আবার আশা করছেন হিমসাগরের মতো সুমিষ্ট আমের। তা কি আসলেই সম্ভব? আকাশ থেকেতো পড়বে না, তাই না? তেমনইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেবেন যা, আশার করবেন তার বাইরের কিছু তা কিভাবে সম্ভব পাওয়া?

Click this link

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377677
১৮ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:৪৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি কইতে কি বলেন উনি নিজেও জানেন না মনে হয়!!!
২০ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
313082
শফিউর রহমান লিখেছেন : বুঝে শুনেই বলে বলেই আমার মনে হয়। তাদের উদ্দেশ্য হলো জনগণকে বিভ্রান্ত করা। যখন যেটা বলে বিভ্রান্ত করা যায় তখন তাই বলে। কারণ তারা জানে জনগণের ঘুম এত তাড়াতাড়ি ভাঙবেনা।
ধন্যবাদ।
377692
১৮ সেপ্টেম্বর ২০১৬ রাত ১০:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : যে আল্লাহ্ খোদা মানেনা, তার মুখেই ইসলামী শিক্ষার কথা!
জংগী নাটকের উর্বর সময়ে এখন ইনু নাহিদ সবাই এক একজন বিদগ্ধ মাওলানা। বাংলাদেশে সবই সম্ভব
২০ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪২
313083
শফিউর রহমান লিখেছেন : মাওলানা নয়, মৌ লানা। ইসলামের কথা বলতেতো ট্যাক্স দেয়া লাগছে না। তাছাড়া দেশের কয়জন জানে তারা কমরেড - অর্থাৎ নাস্তিকতার সর্বোচ্চ সার্টিফিকেটধারী। কাজেই যখন যেটা বলে বাহবা পাওয়া যায় সেটা বলতে বাঁধা কোথায়। বিশেষত যখন নৈতকিতা বলতে কিছুরই ধার তারা ধারে না।
377702
১৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:১৪
হতভাগা লিখেছেন :
সে যেন ইসলাম ধর্মের প্রকৃত মূল্যবোধ অর্জন করে ও ইসলামের প্রকৃত শিক্ষা অর্জন করে ....


০ ইসলাম ধর্মের প্রকৃত মূল্যবোধ ও প্রকৃত শিক্ষা বলতে উনারা কি বুঝেন ও বুঝাতে চান সেটা ক্লিয়ার করা উচিত।
২০ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৪৮
313084
শফিউর রহমান লিখেছেন : আমাদের দেশে কোন কিছুই কি ক্লিয়ার হয়, নাকি ক্লিয়ার আছে? বলা হয়ে থাকে, ব্রিটিশদের মূল অস্ত্র ছিল বিভক্তি - জাতির মধ্যে বিভক্তি তৈরী করে তারা অর্ধ দুনিয়া শাসন করেছে। আজ আমাদের দেশ চলছে কতটা বিভক্তি নিয়ে তা গবেষণার বিষয়। একটা বিশেষ গোষ্ঠী সচেতনতার সাথে জাতির ঐক্যকে নস্যাত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।
কথায় কথায় যেমন বলা হয় বই না পড়লে জাতি জ্ঞানি হয় না। আবার কথায় কথায় কোরান হাদীস সম্বলিত বইপত্র পড়ুয়াদেরকে জিহাদী সন্ত্রাসী বলে অহরহ হেনস্তা এবং জুলুম নির্যাতন করা হচ্ছে। কে বলে দেবে কোনটা জিহাদী বই - রাখা যাবে না, পড়া যাবে না। আর কোনটা পড়া যাবে? ক্লিয়ার কি করা হয়েছে? ক্লিয়ার না করলে যত সুবিধা, ক্লিয়ার করলে সে সুবিধা পেতে যে অসুবিধা হবে - কিছুটা হলেও।
ধন্যবাদ।
377706
১৯ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১১:৫২
চেতনাবিলাস লিখেছেন : এই জগা খিচুড়ি দিয়েই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ |
সুন্দর লেখার জন্য ধন্যবাদ |
২০ সেপ্টেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
313085
শফিউর রহমান লিখেছেন : ধন্যবাদ আপনাকেও।
ডালে-চালে মিলালে খিচুড়ি হয়, যা সত্যিই উপাদেয়। কাজেই সেটাকে মিলন বলে। মিলন অবশ্যই ভাল কিছু উপহার দেয়।
কিন্তু আজ যা হচ্ছে তা মিলন নয়, গর্মিল সব জায়গায়ই গর্মিল। গর্মিল দিয়েই পুরা জাতিকে আলাদা করা হচ্ছে অত্যান্ত চাতুরতার সাথে। সেই আলাদা করা হচ্ছে চিন্তার ক্ষেত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File