বাঘা তেতুলের গাছে হিমসাগর আম!!!
লিখেছেন লিখেছেন শফিউর রহমান ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:১৪:৫১ সন্ধ্যা
শিক্ষামন্ত্রী অভিভাবদেরকে বলছেন,
.... তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ, মানবতাবাদী মানুষ হিসেবে গড়ে তুলবেন। সে যেন ইসলাম ধর্মের প্রকৃত মূল্যবোধ অর্জন করে ও ইসলামের প্রকৃত শিক্ষা অর্জন করে ....
জনাবকে জিজ্ঞেস করি, এগুলোতো স্কুল, কলেজ, ভার্সিটি বা মাদ্রাসা থেকে শেখার কথা। এগুলো শেখানোর ব্যাবস্থা করাতো আপনার দ্বায়িত্ব, যেহেতু আপনি শিক্ষামন্ত্রী। অভিভাকরাতো তার বাচ্চাদেরকে আপনারই হাতে তুলে দেন যেন তাদের বাচ্চা আপনি যে গুণগুলো অর্জন করার কথা বলেছেন সেগুলো অর্জন করতে পারে আপনার শিক্ষা প্রতিষ্ঠানে থেকে।
কিন্তু আপনি কি শিক্ষা দিচ্ছেন। আপনার শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে যারা আছেন, তারা ঘোষণা দিচ্ছেন যে, যারা ভার্সিটিতে ইসলাম শিক্ষা দেয় তাদেরকে নিশ্চিহ্ন করা হবে। আপনি শিক্ষা ব্যাবস্থা থেকে ইসলামকে তথা নৈতিক শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করছেন কারিকুলামের মাধ্যমে। আর আশা করছেন অভিভাবক তাদের সন্তানদেরকে আপনার বর্ণিত কাঙ্খিত মানে নিয়ে আসবেন। এটা বালখিল্য নয়? আবার যারা ইসলামের শিক্ষায় কোন না কোনভাবে শিক্ষিত হয়ে আপনার বর্ণিত গুণগুলো অর্জন করছে তাদেরকে আপনারা অন্য নামে অভিহিত করে হত্যা, জুলুম, নির্যাতন, গুম ইত্যাদীর খেলায় মেতে উঠেছেন।
আপনার যা বলেন তা বুঝে বলেন, নাকি না বুঝে বলেন তা বুঝা কঠিন। নাকি বুঝে শুনেই জনগণকে বিভ্রান্ত করতে এগুলো বলেন। কিন্তু করেন অন্য কিছু? আপনারা লাগানোর সময় মালিকে বলছেন, বাঘা তেতুলের গাছ লাগাও, আবার আশা করছেন হিমসাগরের মতো সুমিষ্ট আমের। তা কি আসলেই সম্ভব? আকাশ থেকেতো পড়বে না, তাই না? তেমনইভাবে বাচ্চাদেরকে শিক্ষা দেবেন যা, আশার করবেন তার বাইরের কিছু তা কিভাবে সম্ভব পাওয়া?
Click this link
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
জংগী নাটকের উর্বর সময়ে এখন ইনু নাহিদ সবাই এক একজন বিদগ্ধ মাওলানা। বাংলাদেশে সবই সম্ভব
০ ইসলাম ধর্মের প্রকৃত মূল্যবোধ ও প্রকৃত শিক্ষা বলতে উনারা কি বুঝেন ও বুঝাতে চান সেটা ক্লিয়ার করা উচিত।
কথায় কথায় যেমন বলা হয় বই না পড়লে জাতি জ্ঞানি হয় না। আবার কথায় কথায় কোরান হাদীস সম্বলিত বইপত্র পড়ুয়াদেরকে জিহাদী সন্ত্রাসী বলে অহরহ হেনস্তা এবং জুলুম নির্যাতন করা হচ্ছে। কে বলে দেবে কোনটা জিহাদী বই - রাখা যাবে না, পড়া যাবে না। আর কোনটা পড়া যাবে? ক্লিয়ার কি করা হয়েছে? ক্লিয়ার না করলে যত সুবিধা, ক্লিয়ার করলে সে সুবিধা পেতে যে অসুবিধা হবে - কিছুটা হলেও।
ধন্যবাদ।
সুন্দর লেখার জন্য ধন্যবাদ |
ডালে-চালে মিলালে খিচুড়ি হয়, যা সত্যিই উপাদেয়। কাজেই সেটাকে মিলন বলে। মিলন অবশ্যই ভাল কিছু উপহার দেয়।
কিন্তু আজ যা হচ্ছে তা মিলন নয়, গর্মিল সব জায়গায়ই গর্মিল। গর্মিল দিয়েই পুরা জাতিকে আলাদা করা হচ্ছে অত্যান্ত চাতুরতার সাথে। সেই আলাদা করা হচ্ছে চিন্তার ক্ষেত্র থেকে শুরু করে সকল ক্ষেত্রে।
মন্তব্য করতে লগইন করুন