ফাঁসী যদি হয় জীবনের জন্য ...
লিখেছেন লিখেছেন শফিউর রহমান ১৬ নভেম্বর, ২০১৫, ০৭:৫৫:০৯ সন্ধ্যা
ছোট্ট ভাইটি তার বোনের প্রতীক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছে। এই কঠিন পৃথিবীতে বোন ছাড়া তার আর কেউ নেই।
হ্যাঁ, আমি ঐশীর ছোট্ট ভাইটির কথাই বলছি। যে পিতা-মাতার আদর-স্নেহ মমতা কোন কিছুই পেল না। হয়তো বা অবহেলায়, অবজ্ঞায় তাকে বড় হতে হবে।
ফাঁসী যদি হয় জীবনের জন্য। তাহলে ছোট্ট ভাইটির জীবনের জন্য কি তার অপরাধী(!) বোনটিকে ক্ষমা করে মা-বাবার অভাব পূরণের একটু চেষ্টা করা যায় না? বোনের শীতল স্পর্শে কি তার মা-বাবা না থাকার কষ্টটা কিছুটা হলেও লাঘব হবে না?
প্লিজ! তাকে তার ভাইয়ের কাছে যেতে দিন। ছোট্ট ভাইটিতে মা-বাবার অনুপস্থিতিতে বোনের শীতল ছায়ায় বড় হতে দিন, যে হয়তো মায়ের মমতা দিয়ে তার ছোট ভাইটিকে আগলে রাখতে পারবে।
মনে রাখবেন, ফাঁসী দিলেই সব সমস্যার সমাধান হয়ে গেল না। ফাঁসী কি জন্য? জীবনের জন্য। তাই না? অপরাধীকে ফাঁসী দেয় হয়, যাতে সমাজে শান্তি বজায় থাকে। তাহলে সেই জীবনের জন্যই কি ফাঁসী রহিত হতে পারে না? ঐশীর নিজের জন্য না হলেও, তার ছোট্ট ভাইটির জন্য। ছোট্ট ভাইটির জীবনের জন্যতো একটি অসহায় মেয়ের ফাঁসী রহিত হতে পারে। পারে না কি? যদি ফাঁসি রহিত হয়, তবে কি ঐ ঐশী আবার তার পিতা-মাতাকে হত্যা করার ভয় রয়েছে? না; তাই না? তাহলে সমাজের কোন উপকারার্থে তাকে ফাঁসী দেয়া হবে, বলুন?
বিষয়: বিবিধ
১১৯৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক নিকৃষ্ট পশু তথা পিতা মাতার ঘাতকের পক্ষ নিলেন?????????
এক ঐশীকে ফাঁসী দিলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে? কে তার হাতে নেশার দ্রব্য তুলে দিয়েছিল? তাদের বিচার কেন হলো না? কেন শুধ ঐশী বলীর পাঁঠা হবে? একটি নাবালিকা মেয়ে?
ধন্যবাদ।
আমাদের ভাবনা কেন জানি এক জায়গায় আটকে যায়- এটা আমাদের দুর্ভাগ্য।
মন্তব্য করতে লগইন করুন