আল্লাহু আকবার! আল্লাহর কৌশলই সবচেয়ে বড়,তিনিই সবচেয়ে বড় কৌশলী সে তুলনায় শয়তান জালিমদের চক্রান্ত বড়ই নস্যি...!!!

লিখেছেন লিখেছেন চারুকলাইনষ্টিটিউট ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩০:৩৪ সকাল

যখন ইসলামী আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ ও আলেমদের কে ধর্মানুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হলো,তখন আমরা ইমানের জোরে নিজেদের অগাদ বিশ্বাস থেকেই বলে উঠে ছিলাম অবিসংবাদিত কোরআনের সে আয়াত ''ওয়ামাকারূ ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খাইরুল মা-কিরীন,,অর্থাত্ শয়তান জালিমদের চক্রান্তের মোকাবেলায় আল্লাহই সবচয়ে বড় কৌশলী

ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ ও তাদের, গ্রেফতার পূর্ব জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষন এবং বিচারকের সামনে দেয়া বক্তব্য গুলিতে ও সেই একই আয়াত বারবার উচ্চারণ করে গেছেন -

হাসিনা.......!!

সেদিন তাদেরকে ধর্মানুভূতিতে আঘাতের মিথ্যা অভিযোগের যে চক্রান্তের পথ ধরে তাদের তথা ইসলামী আন্দোলনের উপর আজকের এই সীমাহীন অত্যাচার নির্যাতনের খড়গ নামিয়ে দিয়েছ ,স্টীম রোলার চালিয়ে যাচ্ছ

আজ মহান আল্লাহ রাব্বুল আলামিন এর কৌশলে সত্যিকারের ধর্মানুভূতিতে আঘাতের সেই একই পথ ধরে, সেই একই আগুনের শিখাতেই তোমার ঘর পুরবে , তোমার ক্ষমতার মসনদ জলে পুরে ছারখার হয়ে যাবে। তুমি এবং তোমার এই নাস্তিক্য বাদের চ্যালা -চামুণ্ডা শুদ্ধ ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে- ইনশাল্লাহ !

নিরপরাধীদের বিরুদ্ধে যুদ্ধাপরাদের মিথ্যা অভিযোগের যেই কৃত্রিম শাহবাগী দ্রোহকে তোমরা জাতীয় করণের চক্রান্ত করে ছিলে , দেশময় জনতাকে ফাঁসির দাবীতে স্বেচ্ছায় করাতে চেয়েছিলে

আজ তোমাদের অপরাধের যে অভিযোগ সেই সত্য অভিযোগের দ্রোহ শুধু জাতীয়করণ নয় সে দ্রোহের দাবানল জ্বলে উঠবে বিশ্বময়। তোমাদের ফাঁসি শুধু দেশবাসি নয় ,তোমাদের ফাঁসি চাইবে দেশ বিদেশ সহ পুরো বিশ্বের মুসলমান।

বিষয়: বিবিধ

১৬১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File