জামায়াতের হরতালে আল্লাহর ফেরেস্তারা পিকেটিং এ অংশ নিয়েছেন!
লিখেছেন লিখেছেন াগরিত ০৫ মার্চ, ২০১৩, ০৯:৩৮:০১ সকাল
দেশব্যাপী লাগাতার হরতালে জামায়াত কে লড়তে হয়েছে সুসজ্জিত পুলিশ-বিজিবি-ছাত্রলীগ-আওয়ামিলীগের সাথে। ক্ষেত্রবিশেষে লাঠি-সোটা, ইট-পাটকেল ব্যাতিত অধিকাংশ ক্ষেত্রেই জামায়াত ও জনতা ছিল খালি হাতে। তার পরেও দেশব্যাপী অভুতপুর্ব সফল হরতাল পালিত হয়েছে। রণসাজে সজ্জিত সম্মীলিত বাহিনী পিছু হটেছে – হয়েছে তাদের নৈতিক পরাজয়। এমনকি পুলিশের স্বপক্ষ ত্যাগের ঘটনাও ঘটেছে কোথাও কোথাও। বিজিবি নিজ হাতে পিকেটিং এ ব্যাবহৃত কাঠের গুড়ি রাস্তায় স্থাপন করে পিকেটারদের সহায়তা করেছে।
কিন্তু কেন?
বদর যুদ্ধে মুশরিক বাহিনীর যুদ্ধ সরঞ্জাম ও যোদ্ধার সংখা মুসলিম বাহিনীর চেয়ে শ্রেষ্ঠ থাকার পরও তাদের শোচনীয় পরাজয় ঘটে। যুদ্ধের ময়দান থেকে কোনরকমে জান নিয়ে ফিরে কাফের সর্দার আবু সুফিয়ান বিন হারেস বিন আব্দুল মোত্তালেব যে স্বীকারোক্তি দেয় তা বর্ণনা করেন সেই ঘটনার প্রত্যক্ষদর্শী হযরত আবু রাফে (রাঃ)। আবু সুফিয়ান এর ভাষায়ঃ “প্রকৃতপক্ষে এমনসব লোকদের সাথে আমাদের মোকাবেলা হয়েছে যারা আকাশ যমীনের মাঝামাঝি চিত্রল ঘোড়া সওয়াড় ছিল । খোদার কসম তারা কিছু ছাড়ছিল না এবং কোনো জিনিষ তাদের মোকাবেলায় টিকতেও পারছিল না। তারা যেভাবে ইচ্ছা আমাদের হত্যা আর বন্দী করছিল”। আবু রাফে বলেন, খোদার কছম তারা ছিল আল্লাহর ফেরেস্তা। (সূত্রঃ আর রাহিকুল মাকতুম, প্রথম প্রকাশ, পৃষ্ঠা – ২৪৯)।
সেই আল্লাহ আজো আছেন, সেই ফেরেস্তারা আজো বর্তমান। তবে কেন আল্লাহ তার প্রতিশ্রুতি মোতাবেক সত্যের পক্ষের শক্তিকে সহায়তা দিবেন না?
বিষয়: রাজনীতি
১২৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন