গুটি কয়েক নাস্তিক কে ফেভার করতে দেশব্যাপী তান্ডব লীলা
লিখেছেন লিখেছেন াগরিত ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৫০:৫২ রাত
গেল শুক্রবার দেশব্যাপী আলেম ওলামা এবং ঈমানদার জনগনের উপর এক অভিনব তান্ডব লীলা সংঘটিত হল।
নাস্তিক ব্লগার দের অপকর্মের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ মিছিলে সরকারের পুলিশ এবং আওমিলিগ-ছাত্রলিগ যুগপত ভাবে হামলা চালিয়ে বহু নাগরিককে হত্যা করেছে, গুলির আঘাতে যখম করা হয়েছে অগনিত সংখক মানুষ কে।
একটা গণতান্ত্রিক সমাজে বিক্ষোভ মিছিলে সরকারি পুলিশ বাহিনীর সরাসরি গুলি বর্ষন সত্যিই অকল্পনীয়। এই বিক্ষোভ তো সরকার পতনের জন্য ছিল না, তবে কেন সরকার এতগুলি জীবন কেড়ে নিল? কেনইবা সন্ত্রাসের মাধ্যমে দেশব্যাপী আতংক ছড়ানো হল?
এমতাবস্থায় কিছু প্রশ্নের উত্তর মেলাতে পারছি না, তা হল -
যে সরকার তসবিহ হাতে আর মাথায় হিজাব বেধে ক্ষমতায় এসেছিল, সে সরকার গুটিকয়েক নাস্তিককে রক্ষার জন্য কেন এত পাগলপারা হয়ে গেল? নাস্তিক ব্লগারদের ব্যপারে সরকারি দল আওয়ামিলিগের অবস্থান ই বা কি?
বিষয়: রাজনীতি
২০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন