বাংলা লিংকের দামে স্বাধীনতা মিনার রশীদের ফেসবুক থেকে

লিখেছেন লিখেছেন ডোসট ১১ নভেম্বর, ২০১৪, ০৩:৫১:৩৮ রাত

স্বাধীনতা তুমি

হাইব্রিড বাজিকরদের অজর গরগর কবিতা ,বুদ্ধিবৃত্তিক লাঠিয়ালদের গণতন্ত্র বিনাশী গান।

স্বাধীনতা তুমি

চাপাতি লীগের ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ,

চাঁদাবাজি সুখের উল্লাসে কাঁপা-

স্বাধীনতা তুমি

শহীদ মিনারে শাহবাগিদের ফতোয়ার সভা।

স্বাধীনতা তুমি

বিশ্বজিতের রক্ত মাখা চাপাতি উচিয়ে উল্লাসে ফেটে পড়া হায়েনাদের মিছিল।

স্বাধীনতা তুমি

দুদকের দায়মুক্তির সনদ হাতে আবুলের হাসি।

স্বাধীনতা তুমি

বাংলা লিংকের দামে হত্যা,গুম আর ফাঁসি।

স্বাধীনতা তুমি

রোদেলা দুপুরে কোটি টাকার গাড়ি হাকিয়ে রাজপথে গ্রাম্য মেয়ের অবাধ বিহার ।

স্বাধীনতা তুমি

আবুল মালের বোগাস, ভূমি দস্যু ও ব্যাংক লুটেরাদের দক্ষ গ্রন্থিল পেশি।

স্বাধীনতা তুমি

বিডিআরের রক্তক্ষরন ,

অন্ধকারের খাঁ-খাঁ সীমান্তে কাঁটা তারে ঝুলন্ত ফেলানীর চোখের ঝিলিক ।

স্বাধীনতা তুমি

বিরাট বহর নিয়ে জাতিসংঘে পিকনিকের সুখ,

তুমি অশান্তি বেগমের শান্তির ভাষণ।

স্বাধীনতা তুমি

মহিলা মেয়রকে কাপড় খুইল্যা কথা বলার জন্যে অশুভ হুংকার।

স্বাধীনতা তুমি

দুদকের খোয়াড় থেকে ছাড়া পাওয়া ইয়াবা সম্রাটের লাগি ১১১টি তোরণ।

স্বাধীনতা তুমি

নূর হোসেনের অমর ডায়ালগ

' ভাই অাফনে আমার বাপ। '

আরে মিয়া! অাপনে কেমুন মেজুর ?

স্বাধীনতা তুমি

কালো বিড়ালের সত্তর লাখ টাকা ভর্তি চটের ছালা।

স্বাধীনতা তুমি

সোনালী ব্যাংকের পরিচালক সুভাষ সিংহদের ইয়া বড় বড় কথার মালা।

স্বাধীনতা তুমি

না চাইতেই প্রতিবেশীকে সবকিছু বিলিয়ে দেয়ার সুখ,

তুমি ফারাক্কার করাল গ্রাসে ধু-ধু পদ্মার বুক।

স্বাধীনতা তুমি

শেয়ার বাজারের দরবেশ বাবাজির

সোহবতের উদার জমিন।

স্বাধীনতা তুমি

ইলিয়াস কন্যার বাবার জন্যে প্রতীক্ষা, মেঘের দীর্ঘ নিঃশ্বাস,

সাগর-রুনির মায়ের শুভ্র শাড়ির কাঁপন।

স্বাধীনতা তুমি

হেফাজতের রক্তাক্ত লাশে হাসিনার কথিত মেহেদির রঙ।

স্বাধীনতা তুমি

হাজারি,মায়া, শামীম উসমানদের বিভৎস উল্লাস- চিৎকার,

যে কোন মূল্যে উসমান পরিবারকে রক্ষার অঙ্গীকার নিয়ে জ্বলজ্বলে এক রাঙা পোস্টার।

স্বাধীনতা তুমি

মাসে দুই লাখ ডলার বেতনে উপদেস্টার নকরি।

স্বাধীনতা তুমি

রাবিশের পি-নাট কিন্তু হলমার্কের দুধালো বকরি।

স্বাধীনতা তুমি

বিলিয়ন ডলারের রাশিয়ান অস্ত্র কেনার চুক্তি, কুইক রেন্টালের বুনো উদ্দাম।

স্বাধীনতা তুমি

দালালদের গায়ে দেশপ্রেমিকের কোর্তা,

স্বাধীনতার নামে স্বাধীনতা বিলিয়ে দেয়ার

আজব রৌদ্রের খেলা।

স্বাধীনতা তুমি

মোদির দ্বিতীয় ঘর,

সমাজকল্যাণ মন্ত্রীর চাইলেডাইলে উতলানো গান,

বয়েসী রেলমন্ত্রীর জীবনের ঝিলিমিলি পাতা ,

যেমন ইচ্ছে লেখার আমার 'আকুলি বিকুলি' কবিতার খাতা ।

বিষয়: বিবিধ

১৭৪১ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

283119
১১ নভেম্বর ২০১৪ রাত ০৪:২৩
ওরিয়ন ১ লিখেছেন : এত খাঁটি কথার কবিতা? নিশ্চয় জামাত-শিবিরের কাজ।

283143
১১ নভেম্বর ২০১৪ সকাল ০৮:৩৪
মামুন লিখেছেন : লিখাটি পড়লাম। ভালো লেগেছে। ভালো লাগা রেখে গেলাম। ধন্যবাদ। Bee Bee
283169
১১ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৯
সবুজ মিনার লিখেছেন : প্রিয়তে রেখে দিলাম। Applause

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File