ফুটবল খেলার জন্মই হয়েছে সংঘর্ষ করার জন্য।
লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৬ জুন, ২০১৬, ০৫:৪৭:৫০ বিকাল
(Ferdous Karim)
গত ১০ জুন ফ্রান্সে শুরু হল UEFA European Championship। পুরুশদের ফুটবল খেলার এই প্রতিযোগিতা প্রতি চার বছর পর পর হয়ে থাকে। কিন্তু প্রতি বছরই এই খেলা কে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, ধাওয়-পাল্টা ধাওয়া, মারামারি, ভাংচুর হয়। এই বছর ও তার ব্যাতিক্রম হল না, সমর্থকদের দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের করনে ফ্রান্সের Marseille শহর পুরা বিধ্বস্ত হয়ে পরেছে। (http://goo.gl/GU3S7Y)
পশ্চিমারা একট মিথ্যা কথা প্রায় বলে থাকে, খেলাধুলা নাকি মানুষের মধ্যে বন্ধুত্ব বাড়ায়। কিন্তু তা পুরাই একটি মিথ্যা কথা। কারণ খেলাধুলা নিয়ে সংঘর্ষ ওদের দেশ কোন বিছিন্ন ঘটনা নয়। এটি ওই দেশগুলোর সংস্কৃতির অংশ। এতে এক দলের সমর্থকরা মদ্য পান করে বিপরীত দলের সমর্থকদের উপর আক্রমণ করে সংঘর্ষ করে। এটাই তাদের সংস্কৃতি।(http://goo.gl/lXx2XS , https://goo.gl/FALnH2)
একটি সামাজিক গবেষণায় পাওয়া গেছে,
ফুটবল খেলার জন্মই হয়েছে সংঘর্ষ করার জন্য, ১৩০০ সনে বিভিন্ন গ্রাম বা গোত্রের মানুষরা তাদের শত্রুতা মেটাতো ফুটবল খেলার মাধ্যমে সংঘর্ষ করে। ধরুণ, এক গ্রামের কারো সাথে অপর গ্রামের অন্যকারো জমি নিয়ে শত্রুতা রয়েছে সে তখন একটি ছুটির দিন ফুটবল খেলা ডেকে সংঘর্ষ করে তাদের শত্রুতা মিটিয়ে থাকতো।
উল্লেখ্য মদ্যপান করা এবং সংঘর্ষ করা ফুটবল খেলায় ব্যাপক প্রভাব রাখে, এসব ছাড়া ফুটবল খেলা হয় না।
Phillip Stubbs তার ১৫৮৩ এর একটি বই The Anatomy of Abuses এ লেখে-
"আমি তোমাদের কাছে প্রতিবাদ করি, এটি(ফুটবল খেলা) একটি খেলা বা বিনোদন নয় বরং এক ধরনের বন্ধুত্বপূর্ণ যুদ্ধ বলা যেতে পারে - একটি বন্ধুত্বপূর্ণ খেলাধুলা বা আহ্লাদ চেয়ে এটি একটি রক্তাক্ত এবং সংঘর্ষিক আহ্লাদ"
(সামাজিক গবেষণার সূত্রঃ http://goo.gl/7zqEE, http://goo.gl/5vVhq5 , http://goo.gl/nLGM1L, http://goo.gl/TJlS9N)
তাই ফুটবলকে যারা নিরীহ বিনোদন বা বন্ধুত্ব তৈরীর সোপান ভাবেন, তাদের দৃষ্টিভঙ্গী পরিবর্তন করা উচিত।
বিষয়: বিবিধ
১১৭২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন