পৃথিবীর সবচেয়ে বড় বড় খুনী কারা?

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৯ এপ্রিল, ২০১৬, ০৩:০৪:১১ দুপুর

(নয়ন চ্যাটার্জি)

পৃথিবীর সব বড় বড় খুনির তালিকায় অমুসলিম আর নাস্তিকদের নাম। তারপরও সারাদিন মুসলমানদের সন্ত্রাসী বলে গালি দেবে তারা।



বিষয়: বিবিধ

২০৪৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366259
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৮
হতভাগা লিখেছেন : আপনার একটা চিমটি কাটাকে তারা বলবে সন্ত্রাসী কার্যকলাপ । এর আগে ওরা যে মেরে আপনার হাড়গোড় এক করে দিল সেটা হল সন্ত্রাসের বিপক্ষে preemptive Action.

১০ জনের বিপরীতে তারা যদি ১০০০০ মেরে ফেলে সেটা সঠিক আছে , কারণ এটা তারা করছে সন্ত্রাস দমন করতে ।

বই-পুষ্তক , মিডিয়া সব তাদের । অন্য কারও সেটা নেই। তাই তারা নিজেদের ইচ্ছামত সব কিছুকে সংজ্ঞায়িত করে।
366283
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:২৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
366289
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:১০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : তবুও নাস্তিক্যবাদী মিডিয়া মুসলিমদের সন্ত্রাসী হিসেবেই প্রচারে ব্যস্ত
366294
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
শফিউর রহমান লিখেছেন : ইমেইজটা এত ছোট যে, বুঝা যাচ্ছে না।

বিশ্বে আজ মুসলমান হওয়াইতো বড় অপরাধ, অার কোন অপরাধের দরকার কি? এমনকি আজ বাংলাদেশের অবস্থাও অনেকটা তাই নয় কি?
366304
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:২৮
শেখের পোলা লিখেছেন : ১১ নং এ এক মুসলমানের নাম আসতে পারে৷ অপেক্ষা করতে বে৷
366331
১৯ এপ্রিল ২০১৬ রাত ১০:৪১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File