কিছুক্ষন আগে একজন বিজ্ঞানী ব্লগার মারা গেছেন।

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৭ এপ্রিল, ২০১৬, ০৩:২৯:৫১ রাত

(নয়ন চ্যাটার্জি)



শুনলাম বাংলাদেশে কিছুক্ষন আগে একজন বিজ্ঞানী ব্লগার মারা গেছেন। তার নাম নাজিমুদ্দিন সামাদ। তিনি বিজ্ঞানী হলেও জগন্নাথ ইউনিতে আইনের (মানবিক বিভাগের) ছাত্র ছিলেন। যাই হোক ফেসবুক টাইমলাইনে এ মহান বিজ্ঞানীর এক সুন্দর ছবি পেয়ে আপনাদের জন্য শেয়ার করলাম। উনাকে যেন, জানাযা না দিয়ে রবীন্দ্র সঙ্গীত পড়িয়ে মাটি চাপা দেয়া হয়।

আমি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

ছবির সূত্র: http://archive.is/FX1Rt

বিষয়: বিবিধ

১৪১৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364877
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৪:৩৩
শেখের পোলা লিখেছেন : মরার আগে এরা কেউই জানাজা মিলাদ নিষেধ করে না৷ তাই ওটা চাইই৷
364891
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:০৩
আবু জান্নাত লিখেছেন : সবই ছাগলের দল।
364895
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৪৭
আবু জারীর লিখেছেন : বাবিশ খবিস শব্দগুলো হয়ত এহেন কর্মের জন্যই প্রযোজ্য।
364906
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৬
364907
০৭ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৬
হতভাগা লিখেছেন : উনার মনে হয় Severe Gynaecomastia ছিল তাই সেটাকে ঢেকে রাখতে এই ব্রেসিয়ার ব্যবহার করেছেন
364912
০৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৪৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওরে নিয়ে বিবিসি গার্ডিয়ান পর্যন্ত নিউজ করেছে। বুঝেন এইডস সরকারের সমর্থন হইলে কত্তো নাম খ্যাতি!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File