যুবক কাঁদো কেনো?ফজরের নামাজ পড়তে পারোনাই বলে?

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৮ মার্চ, ২০১৬, ১২:৪০:৩৯ রাত

(সংগৃহীত)



যুবক কাঁদো কেনো?ফজরের নামাজ পড়তে পারোনাই বলে?

=না.

অতীতের পাপের কথা স্বরণ করে?

=না.

মৃত মা / বাবার কথা মনে পড়ছে?

=না.

ফিলিস্তিনের সেই শিশুটির জন্যে?

=না.

সিরিয়ার হতবাগা মুসলমান গুলোর জন্যে?

=না.

তোমার অসুস্থ প্রতিবেশীর জন্যে?

=না.

পিলখানার সেই হতবাগা সেনাবাহিনী আর তাদের

পরিবারের জন্যে?

=না.

মতিঝিলের শাপলা চত্ত্বরে আলেমদের হত্যার জন্য?

=না.

ভাইরে এই ভাবে হাও মাও করে কাঁদো কেনো??.

গত কাল আমার প্রাণের বাংলাদেশ ক্রিকেট খেলাই

হেরে গেছে সেই জন্যে!.

আহারে হতবাগা মুসলিম....

আহ!। আহ! আহ !!!!

বিষয়: বিবিধ

১২২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361767
০৮ মার্চ ২০১৬ রাত ১২:৫৩
আফরা লিখেছেন : এখানে হতভাগার কিছু নেই । মানুষ যখন কষ্ট পায় মানুষের তখন কান্না আসে ।নিজের দেশ বা প্রিয় দলের পরাজয়ে কাদতেই পারে ।

অন্য গুলোর বাপারে সে কাদেনা আমি আপনি তো সেটা জানেন না ।
০৮ মার্চ ২০১৬ রাত ০১:৪৮
299802
শেখের পোলা লিখেছেন : সুরা তওবার ২৪ নং আয়াতের ব্যাখ্যাটা দেখে নিও৷ উপকারে আসবে৷ ভাল থাকো৷
০৮ মার্চ ২০১৬ সকাল ০৯:৫৩
299808
বিভীষিকা লিখেছেন :  
হে নবী! বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ‌ ও তার রসূল এবং তাঁর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়, তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর২২ আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না। (সূরা তাওবাঃ ২৪)
০৮ মার্চ ২০১৬ সকাল ১০:১৫
299809
গাজী সালাউদ্দিন লিখেছেন : কেউ যখন নিজেই খেলাতে বুদ হয়ে থাকে তখন নিজের পক্ষে যুক্তি দাড় করানো চাই চাইইই। না আফরা এই যুবকদের কান্না অন্য সময় আসে না। ফেলানী যখন মারা যায় ভারতীয় গোয়েন্দারা যখন বাংলাদেশী সেজে মাস কিলিংয়ে অংশ নেয় এদের কান্না আসেনা কারন এরা খেলা ছাড়া আর কিছু ভাবতে পারেনা। দুনিয়া খেল তামাশা ছাড়া আর কিছু নয়। আল্লাহর এমন কথার ষোলো আনাই বাস্তবায়ন করে। খেলা শুধুই বিনোদন, এখানে হেরে গেলে ভারতের কাছে বাংলাদেশের এক কাঠা জমিও হাতছাড়া হয়ে যাচ্ছেনা যে তা ধরে রাখতে না পেরে কান্না করে দেবে। আমি আমার লেখায় বলেছিলাম, এই বিশাল দেশ প্রেমিক রা বাংলাদেশের স্বার্থ নিয়ে কখন সংঘবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন করেছছে
০৮ মার্চ ২০১৬ সকাল ১১:১৭
299810
আফরা লিখেছেন : ভাল তো ! খুব ভাল লাগল !! যদি পজেটিভ একটা কমেন্ট করতাম একটা ধন্যবাদ পেতাম । একটা নেগেটিভ কমেন্ট করাতে তিন প্রতিমন্তব্য পেয়েছি কত কিছু জানলাম । সবাইকে ধন্যবাদ ।
০৮ মার্চ ২০১৬ সকাল ১১:৩৩
299813
বাকপ্রবাস লিখেছেন : একটা জাপানি প্রবাদ আছে, বোকারা দেখে আঙ্গুল অন্যরা দেখে চাঁদ। কেন মনে পড়ল বুঝতে পারছিনা।
০৮ মার্চ ২০১৬ সকাল ১১:৫৭
299814
আফরা লিখেছেন : হায় আল্লাহ !! আমি এত বোকা কেন !! সবাই বুঝে ফেলে Crying Crying Crying
০৮ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩৩
299824
বাকপ্রবাস লিখেছেন : ধ্যুর আফরা আপু কি বলে, খেলা দেখতে এসে কান্না দেখি ফিরে গেলাম তাই নিজেকে বোকা বোকা লাগছেCrying Crying Crying Tongue Tongue
361774
০৮ মার্চ ২০১৬ রাত ০১:৪৯
শেখের পোলা লিখেছেন : আলালাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দিন৷
361936
০৯ মার্চ ২০১৬ সকাল ১১:৩৮
হতভাগা লিখেছেন : ছেলেদের এরকম ন্যাকামী সাজে না । এটা মেয়েরা করলে মানায় যেটা ২০১৪ এর এশিয়া কাপে আফ্রিদির ক্যাচ ফেলার সময় করেছিল।

আর খেলাধুলা নিয়ে এতটা অস্থির হবার কোন মানে হয় না ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File