যুবক কাঁদো কেনো?ফজরের নামাজ পড়তে পারোনাই বলে?
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৮ মার্চ, ২০১৬, ১২:৪০:৩৯ রাত
(সংগৃহীত)
যুবক কাঁদো কেনো?ফজরের নামাজ পড়তে পারোনাই বলে?
=না.
অতীতের পাপের কথা স্বরণ করে?
=না.
মৃত মা / বাবার কথা মনে পড়ছে?
=না.
ফিলিস্তিনের সেই শিশুটির জন্যে?
=না.
সিরিয়ার হতবাগা মুসলমান গুলোর জন্যে?
=না.
তোমার অসুস্থ প্রতিবেশীর জন্যে?
=না.
পিলখানার সেই হতবাগা সেনাবাহিনী আর তাদের
পরিবারের জন্যে?
=না.
মতিঝিলের শাপলা চত্ত্বরে আলেমদের হত্যার জন্য?
=না.
ভাইরে এই ভাবে হাও মাও করে কাঁদো কেনো??.
গত কাল আমার প্রাণের বাংলাদেশ ক্রিকেট খেলাই
হেরে গেছে সেই জন্যে!.
আহারে হতবাগা মুসলিম....
আহ!। আহ! আহ !!!!
বিষয়: বিবিধ
১২৪২ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অন্য গুলোর বাপারে সে কাদেনা আমি আপনি তো সেটা জানেন না ।
হে নবী! বলে দাও, যদি তোমাদের পিতা, তোমাদের সন্তান ও তোমাদের ভাই তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয়-স্বজন, তোমাদের উপার্জিত সম্পদ, তোমাদের যে ব্যবসায়ে মন্দা দেখা দেয়ার ভয়ে তোমরা তটস্থ থাক এবং তোমাদের যে বাসস্থানকে তোমরা খুবই পছন্দ কর-এসব যদি আল্লাহ ও তার রসূল এবং তাঁর পথে জিহাদ করার চাইতে তোমাদের কাছে বেশী প্রিয় হয়, তাহলে আল্লাহর ফায়সালা তোমাদের কাছে না আসা পর্যন্ত অপেক্ষা কর২২ আল্লাহ ফাসেকদেরকে কখনো সত্য পথের সন্ধান দেন না। (সূরা তাওবাঃ ২৪)
আর খেলাধুলা নিয়ে এতটা অস্থির হবার কোন মানে হয় না ।
মন্তব্য করতে লগইন করুন