‘লাল গরুটা’।
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৬ জানুয়ারি, ২০১৬, ০২:২২:১৩ দুপুর
(নয়ন চ্যাটার্জি)
বাংলাদেশের পাঠ্যপুস্তকের ক্লাস-৬ এর বাংলা বই (চারু পাঠ), গল্পের নাম ‘লাল গরুটা’। লিখেছে উদীচির প্রতিষ্ঠাতা সত্যেন সেন। পৃষ্ঠা নম্বর ১৪-১৬।
সংক্ষেপে গল্প:
নিধিরামের একটি গরু ছিলো। গরুটি বৃদ্ধ হয়ে যাওয়ায় গরুটিকে বিক্রি করার সিদ্ধান্ত নেয় নিধিরাম। কিন্তু বাধ সাথে তার পরিবার। তার স্ত্রী ও সন্তানরা বলে- গরু বিক্রি করার কথা বললে অধর্ম হবে। গরুটি আমাদের মায়ের মত। এতদিন আমাদের দুধ খাইয়ে এসেছে। সামান্য কটা টাকার জন্য গরুটি বিক্রি করে দিতে পারি ? মা-বাবা যেমন বৃদ্ধ হলে তাকে তাড়িয়ে দেওয়া হয় না, ঠিক তেমননি গরু বৃদ্ধ হলেও তাকে বিক্রি করা যায় না।”।
কিন্তু তারপরও নিধিরাম গরুটি বিক্রি করে দেয় কসাইয়ের কাছে। কসাই ও তার লোকজোনকে দেখে গরুটির চোখে-মুখে আতঙ্কে ছড়িয়ে পড়ে। মায়ের মত আদরের গরুকে হারিয়ে মুষরে পরে নিধিরামের পরিবার। সবাই গরুর মায়ায় কান্নাকাটি শুরু করে, নাওয়া-খাওয়া ভুলে যায়।
অবশেষে ছেলেমেয়ে ও বউয়ের কথা চিন্তা করে কসাইয়ের দোকান থেকে গরুটি টাকা দিয়ে ফিরিয়ে আনে নিধিরাম। সত্যিই নিধিরাম খুব ভালো মানুষ।
গল্প থেকে বাংলাদেশের মুসলিম শিশুদের শিক্ষা:
গরু আমাদের মায়ের মত। গরু বিক্রি করলে অধর্ম হয়। মাকে যেমন কেটে খাওয়া উচিত নয়, ঠিক তেমনি গরুকে জবাই করে তার মাংশ খাওয়া উচিত নয়, বরং নৃশংস কাজ।
মন্তব্য:
গল্পটা দারুন, বাংলাদেশের মুসলমান বাচ্চা-কাচ্চাদের মনে গো-মাতার ভালোবাসা পয়দা করার অতি প্রকাশ্য হিন্দুত্ববাদী কৌশল। এ সিলেবাসে শিক্ষিত মুসলিম শিক্ষার্থীরা অদূর ভবিষ্যতে আর কোরবানীর নামে গো-মাতাকে হত্যা করে ‘অধর্ম’ করবে না, বরং পাঁঠা বলি দিয়ে ‘ধর্মপালন’ করবে।
সবাইকে ধন্যবাদ।
গল্পটির পিডিএফ পড়তে: https://goo.gl/YKh4aL
বিষয়: বিবিধ
৪৭২৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন