বছরের আলোচিত- ২০১৫।
লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৯ ডিসেম্বর, ২০১৫, ০৯:৫০:২৮ রাত
(নয়ন চ্যাটার্জি)
বছর প্রায় শেষের দিকে। এ বছর সারা বিশ্বে অনেক ঘটনাই ঘটে গেছে। তবে ফেসবুকে ছিলো আলাদা একটি দুনিয়া। আর এ বছর বাংলাদেশের ফেসবুক জগতে অনেক ঘটনা নিয়েই তোলপাড় হয়েছে। একেক জনের দৃষ্টিতে সে ঘটনাগুলো একেক রকম। নয়ন চ্যাটার্জির দৃষ্টিতে এ বছর ফেসবুকে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা কিংবা যে বিষয়গুলো নিয়ে তোলপাড় হেয়েছে তার কিছু ঘটনার লিস্ট আপনাদের জন্য।
১) এ বছরে ফেসবুকে সেরা ভুয়া ও ফটোশপ পোস্ট : ইমরান এইচ সরকারের স্ট্যাটাসে সাকিব-শিশিরের সদ্য ভূমিষ্ট সন্তানের ভুয়া ছবি এবং মিনায় হজ্জ দুর্ঘটনার ফটোশপ ছবি।
২) এ বছর ফেসবুকে সবচেয়ে বেশি গালি খাওয়া ক্রিকেটার : লিটন চন্দ্র দাস
৩) এ বছর যে দৃশ্য দেখে ফেসবুকে সবচেয়ে বেশি বেশি ছি : ছি: হয়েছে : পশ্চিমবঙ্গের ‘রাজকাহিনী’ নামক সিনেমায় বাংলাদেশী নায়িকা জয়া আহসানের উপুর হওয়া সেই দৃশ্য।
৪) এ বছরের সেরা নাটক : পহেলা বৈশাখে ছাত্র ইউনিয়নের লিটন নন্দীর নারী উদ্ধারের নাটক।
৫) এ বছর ফেসবুকে সেরা মডেল : সাজু স
৬) ফেসবুকে সেরা আলোচিত : নুসরাত ফারিয়ার ‘পা...’
৭) ফেসবুকের সেরা উন্মোচন : নিলয় নীল ও আশামনির লিভটুুগেদার
৮) বছরের সবচেয়ে বড় লোভ : তিন বেলা খানা আর পাকা পায়খানার লোভ
৯) বছরের হঠাৎ আলোচিত দল : আওয়ামী ওলামা লীগ
১০) বছরের সেরা আন্দোলন : প্রাইভেট ভার্সিটির ভ্যাট বিরোধী আন্দোলন
১১) বছরের সেরা ধৃত : সৌদিতে রাজন হত্যাকারী কামরুল ধৃত
১২) বছরের আলোচিত ধাক্কা : ধোনি কর্তৃক মুস্তাফিজকে ধাক্কা
১৩) বছরের বড় হতাশা : ফেসবুক বন্ধ থাকায় লাইক কমে যাওয়া
১৪) বছরের সেরা ডায়গল : “সময় হলে সবকিছু খুলে দেওয়া হবে”
১৫) বছরের সেরা প্রোপিক : ছাগলের উপর ফ্রান্সের পতাকা
১৬) বছরের সেরা কান্না : ছাত্রলীগের মার খেয়ে জাফর ইকবালের বৃষ্টিভেজা কান্না
১৭) বছরের সেরা বেঠিক কাজ : কোরবানী ছবি সরানো মুশফিকের ঠিক হয়নি।
১৮) ফেসবুকে বছরের সেরা সর্বনাশ : মুসলিম হয়ে ফেসবুকে পূজার শুভেচ্ছা দিলেই সর্বনাশ
১৯) বছরের সেরা চুরি : বাংলাদেশ ব্যাংকের ভোল্ট থেকে ভারতীয় ব্যাংক কর্মকর্তার টাকা চুরি
২০) নয়ন চ্যাটার্জির সেরা আবিষ্কার : সমকামীকে ‘পুটুকামী’ ডাকতে হবে।
২১) বছরের সেরা সাম্যতা : উৎসব যার যার গরুর মাংশ সবার
[বি: দ্র: বিষয়গুলো সম্পূর্ণ নয়ন চ্যাটার্জির দৃষ্টির জন্য সীমাবদ্ধ, সবাইকে ধন্যবাদ।]
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন