একদল ওলামা.........
লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৬ ডিসেম্বর, ২০১৫, ০৮:৩৬:৫২ রাত
#কপি
#প্রথম যখন জামায়াত নেতৃবৃন্দদের
গ্রেফতার করা হয়েছে তখন বলেছি নাউযুবিল্লাহ!!
জামায়াততো ধর্মীয় অনুভূতিতে
অাঘাত হানতেই পারে,কারন তাদের
অাকিদা ঠিক নাই.....
তাই প্রতিবাদ করিনি।
#যখন যুদ্ধাপরাধ মামলা হয় তখন
বলেছি মনে হয় কিছু করেছে না হলে
সরকার এত করে বলবে কেন,
অন্তত স্বাধীনতার ৪০ বছর পরে
হলেও দেশটা ষোলঅানা স্বাধীন হবে...
তাই প্রতিবাদ করিনি।
#যখন জামায়াত নিষিদ্ধ করবে বলে
চিৎকার করেছে তখন বলেছি তারা
খাটি ইসলামী দল নয়....
তাই প্রতিবাদ করিনি।
#যখন গনহারে জামায়াত- শিবিরকে
গ্রেফতার শুরু হয়েছে তখন বলেছি
শৃংখলা ভঙ্গের দায়ে গ্রেফতার হতেই
পারে....
তাই প্রতিবাদ করিনি।
#যখন জামায়াত - শিবিরের বিভিন্ন
জায়গা থেকে কোরঅান- হাদীস
ক্রোক করে বলছে জিহাদী বই তখন
বলছি এরা অাসলেই জঙ্গী,
ওদের সাড়ে তিনহাত বডির মধ্যে
ইসলাম নেই....
তাই প্রতিবাদ করিনি।
#যখন ফাঁসিতে ঝুলানো হলো তখনও
সুখ নিয়ে বলেছি অামরাই খাটি...
প্রতিবাদ করিনি।
অাজ বাংলার নব্য ফেরাউনরা বলছে--
#মসজিদ-মাদরাসা বন্ধ করলেই অরজকতা
বন্ধ হয়ে যাবে,
#দেশের মাদরাসাগুলোই জঙ্গীদের অাখড়া,
#পিস টিভি বন্ধ করতে হবে,
#জুমাবার এসবি পাঠানো হবে,
#বক্তব্য রেকর্ড করা হবে,
#মাহফিলের অনুমতি লাগবে,
#কোরঅানে রাস্ট্রব্যবস্থা বলতে কিছু নেই।"
###ও ওলামারা এখন কি করবা....???
মসজিদের ইমাম সাহেবরাতো
যুদ্ধাপরাধী না....
মাহফিলের বক্তারাতো
জামায়াত নেতারা না....
পিস টিভির মালিকতো
মির কাসেম অালী নয়....
কুরঅানতো মওদূদী লিখেননি....
তবে কেন??
এর পরও কি তোমরা জামায়াত
জামায়াত বলে তোমাদের ঈমান
রক্ষার তাগিদে রুমাল অার মেসওয়াক
নিয়ে বসে থাকবে.....??
নাকি অারো ভাববে অথবা
ভেবেছো জামায়াত-শিবির শেষ
হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে...!!!???
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মসজিদ বন্ধ করতে দেরি নাই!
সারা দুনিয়ায় দেখো জলছে অাগুন
তুমিও গর্জে ওঠো জালাও অাগুন।
আরেকটা শাপলাচত্বর চাই!!!
ছোটখাট মতপ্রার্থক্য ভুলে জামায়াত-শিবির, হেফাজত, তাবলীগ, চরমোনাই,সালাফি, আহলে হাদীস ও অন্যআন্য সব ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হতে না পারলেও অন্তত একদল অন্য দলের বিরুধিতা করবেনা এই রকম একটা চুক্তি হওয়া সময়ের দাবি।
জামায়াত-শিবিরের ভাইদেরকে এগিয়ে আসতে হবে ইসলামী দলগুলোকে চুক্তিটা করাতে। কারন তারাই সবচেয়ে বড় দল।
সুরা মায়িদাতে আল্লাহ লিখেছেন, 'ইচ্ছা করিলে আল্লাহ তোমাদেরকে এক জাতি করিতে পারিতেন। কিন্ত তিনি তোমাদিগকে যাহা দিয়েছেন তদ্দ্বারা তোমাদিগকে পরিক্ষা করিতে চাহেন। সুতারাং সতকর্মে তোমরা প্রতিযোগিতা কর।"-৪৮ নং আয়াতের আংশিক।
এই করুন সময়ে জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টাই হচ্ছে সবচেয়ে বড় সতকর্ম ।
জাযাকাল্লাহ খায়ের।
মন্তব্য করতে লগইন করুন