সন্ত্রাসী মার্কিনীরা সামান্য মাকড়সার কাছেই কুপোকাত !

লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৬ নভেম্বর, ২০১৫, ১১:৫৬:৫৮ রাত

(লিখেছেনঃ নয়ন চ্যাটার্জি)



মার্কিনীরা গত কয়েকদিন যাবত বেশ ভয় পাচ্ছিলো, ভাবছিলো হয়ত তাদের দেশে মুসলিম শরনার্থীরা ঢুকে পড়বে, আর তাদের দৃষ্টি মুসলিম মানেই খারাপ, আতঙ্ক আর ভয়। তাই মুসলিম বিরোধী আন্দোলন চলছিলো তুঙ্গে।

কিন্তু না, মুসলিম শরনার্থী নয়, ভিন্ন এক আতঙ্ক গ্রাস করলো মার্কিনীদের। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে মেমসিফ শহরে কোথা থেকে যেন প্রবেশ করলো ঝাঁকে ঝাঁকে মাকড়সা, একটি দুটি নয়, মিলিয়ন মিলিয়ন। ঘরবাড়ি, রাস্তাঘাট, মাঠ সর্বত্র শুধু মাকড়সা আর মাকড়সা। মাকড়সার ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে মার্কিনীরা। অনেকে ভয়ে বাড়িঘর পর্যন্ত ছাড়া হচ্ছে। কি করে এই মাকড়সার হাত থেকে বাচা যাবে, তার যেন কোন সমাধানই নেই।

মন্তব্য: মার্কিনীরা অনেক শক্তিধর, তাদের হাতে রয়েছে অত্যাধুনিক সব অস্ত্র। কিন্তু এবার সামান্য এক মাকড়সার কাছেই তারা কুপোকাত ! এখানে তাদের অস্ত্রপাতি আর পারমানবিক বোমা একেবারেই অকার্যকর। সত্যিই সৃষ্টিকর্তার লীলা বোঝা দায়..........

খবরের সূত্র:

১) edition.cnn.com/2015/…/24/us/tennessee-spider-invasion-feat/

২) http://www.usatoday.com/…/millions-spiders-swarm-…/76362006/

৩) http://www.kalerkantho.com/online/miscellaneous/2015/11/26/294960

৪) http://www.anandabazar.com/…/millions-of-spider-invade-us-t…#

বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351674
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফিরআউন এর জাতির উপর ও এমন ৫-১০ টি অভিশাপ এসেছিল।
351813
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ০১:২৯
egypt12 লিখেছেন : আল্লাহ চাইলে অনেক কিছুই হয় Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File