ফ্রান্স মুলত অসভ্য , বর্বর আর সন্ত্রাসী রাষ্ট্র ।

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৬ নভেম্বর, ২০১৫, ০৫:০১:৩৬ বিকাল

১. আপনি কি জানেন যে, উসমানীয় খিলাফতের পতন কে ঘটিয়েছিল? - ফ্রান্স।

https://goo.gl/1frHs2

২. আপনি কি জানেন যে, ক্রুসেড যুদ্ধের সময় মুসলিমদের দুনিয়ার বুক থেকে কারা মুছে ফেলতে চেয়েছিল? - ফ্রান্স।

https://goo.gl/RCZqd1

৩. আপনি কি জানেন যে, আফ্রিকার মুসলিমদের পাইকারী হত্যা করেছিল কারা?- ফ্রান্স।

https://goo.gl/EEK16V

৪. আপনি কি জানেন যে, আলজেরিয়াতে ১০ মিলিয়ন মুসলিমকে কারা কুকুরের মত হত্যা করেছিল? - ফ্রান্স।

http://goo.gl/tzyjwK

http://goo.gl/7vtnff

৫. আপনি কি জানেন যে, দখলদার ইসরাঈল রাষ্ট্রের বিরুদ্ধে যখন আরবরা যুদ্ধ করতে করতে একের পর এক ইসরাইল ভূমির পতন হচ্ছিল তখন কারা বলেছিল যে, আমাদের সব অস্ত্র নিয়ে ইসরাইলকে রক্ষা করো? - ফ্রান্স।

http://goo.gl/CW65tS

৬. আপনি কি জানেন যে, জাতিসঙ্ঘে যখন প্যালেস্টাইনের পক্ষে কোন বিল পাশ হতে লাগে তাতে সর্বপ্রথম ভেটো দেয় কে? - ফ্রান্স।

৭. আপনি কি জানেন যে, রাসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে গালি দেওয়া মৌলিক অধিকার এই কথার প্রচারক কে? -ফ্রান্স।

http://goo.gl/Va0d4q

৮. আপনি জানেন কোন দেশ নিকাব নিষিদ্ধ বিল পাশ করেছে ? - ফ্রান্স

http://goo.gl/K6Zzn7

http://goo.gl/niD6HV

৯. ইসলাম ও হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে কোন দেশের পত্রিকা ব্যাঙ্গ প্রকাশ করে ? - ফ্রান্স

https://goo.gl/GmsNgs

১০. উন্নত , শান্তির দেশ লিবিয়াকে কে ধ্বংস করেছে ?- ফ্রান্স

http://goo.gl/mmSRuy

https://goo.gl/E4I9uY

সম্প্রতি সিরিয়াতে বাশার আল আসাদকে হটানোর জন্য বিদ্রোহী গ্রুপগুলোকে সাহায্যকারী অন্যতম রাষ্ট্র হচ্ছে ফ্রান্স। সউদী ওহাবী সরকারের টাকায় ওহাবী বিদ্রোহী সন্ত্রাসীদের অস্ত্র ও সেনা সরবরাহের দায়িত্ব নিয়েছিলো ফ্রান্স।

মুসলমানদের রক্তে রঞ্জিত যে ফ্রান্স আজ নিজেকে সভ্য দাবী করে , সে দেশ মুলত অসভ্য , বর্বর আর সন্ত্রাসী রাষ্ট্র ।

বিষয়: বিবিধ

১৭৬৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349934
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:০৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : অনেক সুন্দর খাঁটি কথাই বলেছেন। ইতিহাস নিয়ে অতটা ঘাটাঘাটি করছি না... আমাদের অজানা থেকে যাচ্ছে মুসলিম অনেক ঘটনা...এপ্রিল ফুল! তাই কথা বলার ক্ষমতা দিন দিন হ্রাস পচ্ছে। তবে ধন্যবাদ আপনাকে, কিছু একটা বলতে পারার জন্য।
349951
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অনেক কিছু জানা হল.. ধন্যবাদ।
349957
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১২
সামছুল লিখেছেন : আপনার পোস্ট যখন দেখি তখন আপনার জন্য শুধু দিল থেকে দোয়া আসে!!
349962
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩১
শেখের পোলা লিখেছেন : কি সাংঘাতিক৷ এদেরই আমরা সভ্য বলেথাকি৷ বিষয়গুলির জন্য ধন্যবাদ৷
349964
১৬ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
রক্তলাল লিখেছেন : কিন্তু এই মুহুর্তে এসব বলার কারণ কি?

কিছু নিরীহ মানুষ মারা গেছে ফ্রান্সে। এই ট্র‍্যাজিক ঘটনার সময় তাদের জাতিকে অসভ্য প্রমাণ করতে যেয়ে অন্য কিছু প্রমাণ করছেন না কি?

১৬ নভেম্বর ২০১৫ রাত ০৯:৩৮
290435
মুক্তির মিছিল লিখেছেন : আমি পোষ্টদাতা না। তারপরও আপনার কমেন্ট এর জবাব দেয়ার তাগিদ অনুভব করছি। আমরা যে ফ্রান্সের জন্য কান্নাকাটি করতেছি, তার ১% কথাও বলি না মিয়ানমারের জঙ্গিদের দারা নিহত মুসলমানদের জন্য, ইরাকের নিরিহ মুসলমানদের পাইকারিহারে মারার জন্য। আপনি কি বলতে পারেন যে ঐ website আইসিস দ্বারা পরিচালিত? যারা আক্রমন করেছিল তারা কেনই বা পাসপোর্ট সাথে রাখবে তাও আবার ভুয়া পাসপোর্ট? চিন্তার বিষয় আছে অনেক কিছু!
১৬ নভেম্বর ২০১৫ রাত ১০:২৮
290440
রক্তলাল লিখেছেন : @মুক্তির ভাইঃ আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনি আপনার উদ্বেগের কথা বলেছেন। ভাল উদ্দেশ্য নিয়েই বলেছেন সন্দেহ নেই।

তারপরও বলব, এসব কথা খুব বেশী অপ্রাসঙ্গিক এবং দুঃখজনক।

আমার মূল কমেন্ট টা আবার পড়ুন।
১৭ নভেম্বর ২০১৫ রাত ০১:১১
290453
মুক্তির মিছিল লিখেছেন : ভাই রক্ত লাল, আমি নিরিহ মানুষ হত্যার অবশ্যই বিরোধী, এ ব্যাপারে আপনার সাথে আমার কোন দ্বিমত নাই। আমার উদ্বেগ অন্য জায়গায়, আমরা মুসলমান নাম ধারীরা ফ্রান্স হত্যাকান্ড নিয়ে এমন মনোভাব পোষন করতেছি যে, নিজেদের প্রোফাইল পিকচারও পরিবর্তন করে ফেলেছি, যা অন্য মুসলমান হত্যাকানডের ক্ষেত্রে এর ১%ও দেখা যায় না। আমি এই হিপোক্রাসির বিরোধী।
১৭ নভেম্বর ২০১৫ রাত ০২:২৮
290456
রক্তলাল লিখেছেন : যারা মুসলমান হিসাবে পরিচয় দেন, তাদের ব্যাপারে আমার আস্থা আছে।

ফিলিস্তিনিদের জন্য তারা শুধু প্রোফাইল পিক কেনো, আমার আস্থা তারা জান দিতেও পিছপা হবেন না।
তারা দেশে বা বিদেশে হোক অনেক রিস্ক মাথায় নিয়ে কাজ থেকে ছুটি অনেক প্রতিবাদ, মিছিল করে থাকেন।

আমাদের সবার আরো উদার হওয়া উচিৎ।
ধন্যবাদ সুন্দর জবাবের জন্য Happy

১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৮:২৪
290464
হতভাগা লিখেছেন : ফ্রান্সের মানুষগুলো মোটেই নিরীহ নয় , এরা তাদের নেতাদের লুটের মালের বেনেফিশিয়ারী ।

কখনও কি এসব তথাকথিত নিরীহ মানুষদের দেখেছেন মধ্যপ্রাচ্যে তাদের নেতাদের বর্বরতার জন্য দেশে ভাংচুর চালিয়েছে , আন্দোলন করছে এসব অনাচার বন্ধ করার জন্য ?

এদের জন্য কেন শোক প্রকাশ করবো যেখানে এরাই আমাদের মুসলমান ভাইবোনদেরকে হত্যা করতে পরোক্ষভাবে সহায়তা করে ?

আমি মনে করি এ ঘটনা চিমটি কাটার মত সামান্য প্রতিশোধ গলা কাটার বিপরীতে ।
১৭ নভেম্বর ২০১৫ সকাল ০৯:১৭
290465
রক্তলাল লিখেছেন : চোরাগুপ্তা কাপুরুষের কাজ।

নিজ দেশে ইসলাম শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের দেশের উন্নতি করে, প্রভাবশালী রাষ্ট্র হয়ে তারপর জোরালো ভূমিকা রাখুন। চোরাগুপ্তার পটকা ফোটানোতে কোনো বাহাদুরী নেই।

তুরস্ক পুরোটা সফল কি না জানিনা তে কিছুটা তাদের থেকে শেখা যেতে পারে।
350305
১৯ নভেম্বর ২০১৫ সকাল ০৫:২৯
এ এম ডি লিখেছেন : ভালো লাগলো লেখাটি ।
351430
২৫ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৫
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আসলে ফ্রান্সের ঘটনা কারা ঘটিয়েছে সে ব্যাপারে সন্দেহ থেকেই যাচ্ছে। কোনোভাবেই আইএস কে এর প্রকৃত বেনিফিসিয়ারী বলে মনে হচ্ছে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File