দূর্গা পূজা কি সার্বজনীন ??
লিখেছেন লিখেছেন বিভীষিকা ২১ অক্টোবর, ২০১৫, ১০:১১:৪৭ রাত
(নয়ন চ্যাটার্জি)
আজকাল অনেকেই বলে- দূর্গা পূজা হচ্ছে সার্বজনীন উৎসব।
সার্বজনীন শব্দের অর্থ হচ্ছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য।
সেই অর্থে, দাবি করা হচ্ছে- দূর্গা পূজা হিন্দু-মুসলিমসহ সকল ধর্ম-বর্নের অনুষ্ঠান।
মুসলমানদের ধর্মীয় বিধান অনুসারে পূজা পালন বৈধ না অবৈধ আমি সে দিকে যাবো না, আমার প্রশ্ন হচ্ছে- দূর্গা পূজা কি সকল হিন্দুর জন্য সার্বজনীন ?
কখনই নয়। দূর্গা পূজা সকল হিন্দুদের মধ্যে সার্বজনীন নয়। মূলত দূর্গা পূজার পালন বেশি দেখা যায় বাংলাভাষী হিন্দুদের মধ্যে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার হিন্দুরা এটি বেশি পালন করে, অন্যান্য এলাকায় নয়। হয়ত নতুন নতুন কিছু এলাকায় চালু হচ্ছে। কিন্তু পুরো ভারতে (২৯ প্রদেশে) তা দেখা যায় না।(https://goo.gl/9GTEmc)
এছাড়া ঝাড়খণ্ড রাজ্যের হিন্দুদের একটি গোষ্ঠী আছে, যারা বলে-তারা মহিষাসুরের বংশধর। তারা সরাসরি এ পূজা বর্জন করে (http://goo.gl/jmTzWc)
আর বর্ণ হিসেব করলে তো অনেক হিন্দুকে এ পূজা পালন করতেই দেওয়া হয় না। দলিত শ্রেনীর তো পূজার জন্য মন্দিরে প্রবেশই নিষিদ্ধ। (https://goo.gl/3BgyxY, http://goo.gl/QBEwiv), যদি কোন দলিত মন্দিরে প্রবেশ করে তবে তাকে পিটিয়ে বের করে দেওয়া হয়। (http://goo.gl/HbMQpL,http://goo.gl/6ruXmh )
তাই বলতে হয়, যে পূজা হিন্দুদের মধ্যেই সার্বজনীন নয়, সেটা মুসলমান মধ্যে সার্বজনীন হয় কিভাবে ? যেহেতু বিষয়টি ধর্মীয় সেন্টিমেন্টের সাথে জড়িত, তাই ‘সার্বজনীন দূর্গা পূজা ‘ টাইপের উদ্ভট প্রচারণা কখনই গ্রহণযোগ্য হতে পারে না।
বিষয়: বিবিধ
১৮৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন