দূর্গা পূজা কি সার্বজনীন ??

লিখেছেন লিখেছেন বিভীষিকা ২১ অক্টোবর, ২০১৫, ১০:১১:৪৭ রাত

(নয়ন চ্যাটার্জি)

আজকাল অনেকেই বলে- দূর্গা পূজা হচ্ছে সার্বজনীন উৎসব।

সার্বজনীন শব্দের অর্থ হচ্ছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য।

সেই অর্থে, দাবি করা হচ্ছে- দূর্গা পূজা হিন্দু-মুসলিমসহ সকল ধর্ম-বর্নের অনুষ্ঠান।

মুসলমানদের ধর্মীয় বিধান অনুসারে পূজা পালন বৈধ না অবৈধ আমি সে দিকে যাবো না, আমার প্রশ্ন হচ্ছে- দূর্গা পূজা কি সকল হিন্দুর জন্য সার্বজনীন ?

কখনই নয়। দূর্গা পূজা সকল হিন্দুদের মধ্যে সার্বজনীন নয়। মূলত দূর্গা পূজার পালন বেশি দেখা যায় বাংলাভাষী হিন্দুদের মধ্যে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার হিন্দুরা এটি বেশি পালন করে, অন্যান্য এলাকায় নয়। হয়ত নতুন নতুন কিছু এলাকায় চালু হচ্ছে। কিন্তু পুরো ভারতে (২৯ প্রদেশে) তা দেখা যায় না।(https://goo.gl/9GTEmc)

এছাড়া ঝাড়খণ্ড রাজ্যের হিন্দুদের একটি গোষ্ঠী আছে, যারা বলে-তারা মহিষাসুরের বংশধর। তারা সরাসরি এ পূজা বর্জন করে (http://goo.gl/jmTzWc)

আর বর্ণ হিসেব করলে তো অনেক হিন্দুকে এ পূজা পালন করতেই দেওয়া হয় না। দলিত শ্রেনীর তো পূজার জন্য মন্দিরে প্রবেশই নিষিদ্ধ। (https://goo.gl/3BgyxY, http://goo.gl/QBEwiv), যদি কোন দলিত মন্দিরে প্রবেশ করে তবে তাকে পিটিয়ে বের করে দেওয়া হয়। (http://goo.gl/HbMQpL,http://goo.gl/6ruXmh )

তাই বলতে হয়, যে পূজা হিন্দুদের মধ্যেই সার্বজনীন নয়, সেটা মুসলমান মধ্যে সার্বজনীন হয় কিভাবে ? যেহেতু বিষয়টি ধর্মীয় সেন্টিমেন্টের সাথে জড়িত, তাই ‘সার্বজনীন দূর্গা পূজা ‘ টাইপের উদ্ভট প্রচারণা কখনই গ্রহণযোগ্য হতে পারে না।

বিষয়: বিবিধ

১৮৩১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346742
২১ অক্টোবর ২০১৫ রাত ১০:৩০
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : রাসল (সঃ)বলেন: আমার উম্মতের মধ্যে যখন একবার তরবারী চালিত হবে, তখন আর তা ক্বিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। আর ক্বিয়ামত সেই পর্যন্ত অনুষ্ঠিত হবে না, যতদিন না আমার উম্মতের কিছু লোক মুশরিকদের সাথে মিশে যাবে এবং যতদিন না আমার উম্মতের কিছু লোক মূর্তি বা স্থানপূজা করবে। অদূর ভবিষ্যতে আমার উম্মতের মাঝে ত্রিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যাদের প্রত্যেকেই আল্লাহর নবী হওয়ার দাবী করবে। অথচ বাস্তব কথা এই যে, ‘আমিই শেষ নবী, আমার পরে আর কোন নবী নেই’। আমার উম্মতের মধ্যে একটি দল চিরকাল সত্যের উপরে অবিচল থাকবে। বিরোধিতাকারীগণ তাদের কোনই ক্ষতি সাধন করতে পারবে না। এমতাবস্থায় ক্বিয়ামত এসে যাবে’।(আবু দাঊদ, তিরমিযী , সনদ ছহীহ, মিশকাত হা/৫৪০৬ ,বঙ্গানুবাদ মেশকাত হা/৫১৭৩)
346755
২১ অক্টোবর ২০১৫ রাত ১১:২৮
অবাক মুসাফীর লিখেছেন : মহিষাসুরের বংশধর...! লুল Rolling on the Floor Rolling on the Floor
346762
২২ অক্টোবর ২০১৫ রাত ১২:১২
সত্যের বিজয় লিখেছেন : হিন্দুদের ধর্ম + জন্ম কোনটারই ঠিক নাই
346774
২২ অক্টোবর ২০১৫ রাত ০২:১০
রফিক ফয়েজী লিখেছেন : জাত প্রথা হিন্দু ধর্মাবলম্বীদের মাজে সবচেয়ে বেশি।তাদের ধর্মের কোন অনুষ্ঠান সার্বজনীন হতে পারে না।
346778
২২ অক্টোবর ২০১৫ রাত ০২:২৫
শিকারিমন লিখেছেন : আওয়ামী যুগে সবকিছুই সার্বজনীন।
346799
২২ অক্টোবর ২০১৫ সকাল ০৮:৩৮
শেখের পোলা লিখেছেন : বেঁধে মারলে না সয়ে উপায় নেই৷ ৫৬ হাজার বর্গ মাইল বাংলা দেশে খাল বিল নদী সাগর পাহাড় রাস্তা বাদ দিলে কতটুকু লোকালয় হতে পারে? ২৫/৩০ হাজার বর্গ মাইল হয়ত হবে৷প্রতি বর্গ মাইলে কয়টি হিন্দু ফ্যামিলী বাস করতে পারে? এবার দুর্গা পূঁজা হচ্ছে ২৯ হাজারের উপর৷ এত গুলি ঈদের জামাত হয়েছে কিনা সন্দেহ আছে৷ এই অর্থে সার্বজনীন হতেও পারে৷
346811
২২ অক্টোবর ২০১৫ সকাল ১১:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উত্তর ও দক্ষিন ভারতে দুর্গা কে কেউ চিনেও না! প্রাচিন বাংলায় ও দুর্গা পূজার কোন উদাহরন নাই। দুর্গাপূজা আসলে শুরু হয়েছিল ইংরেজ আমলে।
২২ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:০৮
288010
বিভীষিকা লিখেছেন : রাইট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File