নাস্তিকতা যার যার, গরুর গোশত সবার!
লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৫ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১৮:৩৩ রাত
(আরজেল)
গত ২৮ জুন জার্মানী প্রবাসী এক ব্যক্তি স্ট্যাটাস দেন.........
.
আজকের রান্নাঃ
১) বাসমতি চালের ভাত ।
২) ঘন ডাল ।
৩) শুটকি ভর্তা ।
৪) গরুর মাংশের ভুনা ।
৫) টমেটো, লেবু, কাঁচামরিচ।
.
......সেই একই ব্যক্তিটি ২২শে সেপ্টেম্বর গরু-অধিকার নিয়ে তার পুরনো এক বিশাল স্ট্যাটাস শেয়ার দেন। যার মুল কথা হচ্ছেঃ
.
“কুরবানি একটি বর্বর হিংস্র প্রথা। ছোট বেলা থেকেই তিনি নির্দয়ভাবে এভাবে গরু কোরবানি সহ্য করতে পারতেন না। তবে কুরবানির মাংস তিনি ঠিকই খেতেন কারণ কোরবানির মাংস খুব সুস্বাদু হয়”
.
.....সেই কপট ব্যক্তিটি আর কেউ নন। তিনি হচ্ছেন তথাকথিত নাস্তিক শিরোমণি আসিফ মহিউদ্দিন।
.
প্রশ্ন হচ্ছে আসিফ মহিউদ্দিন যে, গত ২৮ জুন নিজ হাতে রান্না করা গরু মাংসের ভুনা খেয়েছেন সেই গরুটা কি জবাই বা হত্যা করা হয়নি?? নাকি মরা গরুর মাংস রান্না করে খেয়েছেন। যদি সত্যিই তিনি স্বভাবিকভাবে মৃত গরুর মাংস রান্না করে খেয়ে থাকেন তাহলে কোন প্রশ্ন নেই!!
.
......শুধু আসিফ মহিউদ্দিন না, তথাকথিত প্রায় সব নাস্তিকই তেলেভাজা গরম পরটা গরুর ভুনা, মাটন ভুনা দিয়ে খেতে খেতে স্ট্যাটাস দেনঃ
.
“কুরবানি একটি বর্বর হিংস্র প্রথা। এভাবে নির্দয়ভাবে কুরবানির নামে পশু জবাই সহ্য করতে না পেরে জীবনে যে কতবার মুর্চা গেছি তার হিসেব নেই!!”
.
.......আসল কথা হচ্ছে-“নাস্তিক বা মুক্তমনা বলতে কিছু নেই। সব হচ্ছে ইউরোপ-আমেরিকার ভিসা পাওয়ার ধান্দা। কয়েকটা তো অলরেডি পেয়েও গেছে এবং সেখানে বসে নিয়মিত ইসলামের বিরুদ্ধে লিখে ডলার কামাচ্ছে!!”
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তো কি করবে? আপনার মত কোরাণ মুখস্ত ফুটপাথে, গরুর হাটে, লঞ্চ ঘাটে.... আঁতর সুরমা, মলম বিক্রি করবে নাকি??
মন্তব্য করতে লগইন করুন