সারা দেশে গতকাল বেশ কয়েকটি মন্দির ভাঙ্গা হয়েছে।কিন্তু কারা এ কাজগুলো করলো আসুন দেখি:

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১১ সেপ্টেম্বর, ২০১৫, ১২:১১:৫১ দুপুর

(নয়ন চ্যাটার্জি)



সারা দেশে গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি মন্দির ভাঙ্গা হয়েছে, প্রতিমায় আগুন দেওয়া হয়েছে, এবং হিন্দুদের উপর হামলা হয়েছে। কিন্তু কারা এ অকাজগুলো করলো আসুন দেখি:

ঘটনা-১-বগুড়া:

বগুড়ায় বেশ কয়েকটি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে মা দুর্গার গায়ে। তবে এ কাজটি করেছে হিন্দু ধর্মেরই একজন গুনধর, নাম বাপ্পী কুমার চৌধুরী। জানা যায়, এ মহাত্মার কর্ম তথা চাদাবাজিতে নাকি ঐ এলাদার মানুষ চরম-পরম অতিষ্ট।

(http://www.banglamail24.com/news/106031)

ঘটনা-২-রংপুর:

মন্দির কমিটির টাকার ভাগবাটোয়ারা নিয়ে নিজেরাই নিজেদের মূর্তি ভাংচুর করেছে হিন্দুরা। ফাটিয়ে দিয়েছে একজনের মাথাও। ঘটনা ঘটেছে রংপুরের বদরগঞ্জে।

(http://gramerkagoj.com/2015/09/10/73332.php)

ঘটনা-৩-কক্সবাজার:

মন্দিরের যায়গা নিয়ে বিরোধের জেরে পূজা উদযাপন কমিটির কমিটির নেতা শিমুল কান্তি দে ও তার স্ত্রীসহ ৫ জনকে আহত করেছে হিন্দুদের আরেকটি গ্রুপ।

(http://www.dainikcoxsbazar.net/?p=67832)

এ লেখাটা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে, মুসলমানরা যেন ঘটনাগুলো টুকে রাখে। নয়ত দুইদিন পরে ‘বাংলাদেশের মুসলিমদের দ্বারা হিন্দুরা নির্যাতিত হচ্ছে’ এ লিস্টে এ ঘটনাগুলোও তুলে দিতে ভুল করবে না রানা দাস গুপ্তের চৌরা টিম। দেখা যাবে এঘটনাগুলো অজুহাত করে মুসলিমদের গালাগাল দিচ্ছে তারা, প্রেসক্লাবে করছে আন্দোলন। তাই আগেই সচেতন থাকা ভালো।

বিষয়: বিবিধ

১০৬৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

341077
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৬
341084
১১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৯
হতভাগা লিখেছেন : হিন্দুরা এদেশে সংখ্যা লঘু হলেও আছে মহা দাপটে ।

নিজেরা নিজেরা মারামারি করে দোষ চাপায় মুসলমানদের ঘাড়ে
১১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
282543
শেখের পোলা লিখেছেন : হিন্দুরা নয় বরং দোষ চাপায় আওয়ামী সরকার৷দায়ী হয় শিবির৷
341111
১১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : এ আর নতুন কি? ৪৫ বৎসর ধরে চলে আসছে৷ প্রতিকার করার সাহস নেই কেননা বাংলার মানুষের সামনে স্বাধীনতা নামের মূলা ঝোলানো আছে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File