ঈদ এলেই গরুর মাংশ নিয়ে এত চুলকানি কেন ?

লিখেছেন লিখেছেন বিভীষিকা ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫১:২৯ দুপুর

(নয়ন চ্যাটার্জি)

মুসলমানদের কোরবানী ঈদ আসলেই মিডিয়া শুরু করে গরু মাংশ নিয়ে চুলকানি। গরুর মাংশে অমুক সমস্যা, তমুক সমস্যাসহ নানার ত্যানা প্যাচাতে থাকে। তাদের অনেক কথার কোন ভিত্তি না থাকলেও ঠিক ঈদের আগে গরুর মাংশ বিরোধী নানান অপপ্রচারে লিপ্ত হয় তারা। যেমন, গত কয়েকদিনের খবর দেখুন:

১) আসছে কোরবানি, প্রস্তুত হচ্ছে মানবদেহের ভয়ঙ্কর বিষ

(http://goo.gl/mylPbf)

২) টার্গেট শতকোটি টাকার বিষ বাণিজ্য

(http://goo.gl/HsGyBQ)

৩) কোরবানির পশুকে মোটাতাজাকরণে ক্ষতিকর বিষ প্রয়োগ

(http://goo.gl/q4PkG3)

৪) গরু মোটাতাজাকরণে ব্যবসায়ী ও খামারিরা

(http://goo.gl/0X0cHY)

৫) ইনজেকশন ও ট্যাবলেটে গরু মোটাতাজাকরণ

(http://goo.gl/CTldpT)

৬) ঈদের গরু : স্টেরয়েডে মাংস নয়, বাড়ে পানি

(http://goo.gl/RvlEHs)

৭) গরু মোটাতাজাকরণ ও জনস্বাস্থ্যের ঝুঁকি

(http://goo.gl/ZCyhBa)

৮) কোরবানি সামনে রেখে ক্ষতিকর ওষুধে পশু মোটাতাজাকরণ

(http://goo.gl/QzbQuK)

৯) ঝালকাঠিতে কোরবানির পশুকে খাওয়ানো হচ্ছে বিষাক্ত ওষুধ

(http://goo.gl/TCw0GN)

উপরের অনেক মিডিয়া আছে যারা ডাইরেক্ট উগ্রহিন্দুদের টাকা খেয়ে অপপ্রচার চালাচ্ছে, আর কেউ আছে অপরেরটা দেখাদেখি খবর কপি করে ছড়াচ্ছে, বিষয়টির গভীরতা অনুধাবন করছে না।

এখানে যে কথাটি মনে রাখতে হবে-------

ক) গরুর শরীরে মোটাতাজাকরণ ঔষধ দিলে তা গরুর মল-মূত্র দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে অধিকাংশ বের হয়ে যায়।

খ) বাকি ঔষধ কিছু থাকলেও তা মাংশ রান্নার করার পূর্বে ধৌত ও উচ্চতাপে রান্নার সময় নষ্ট হয়ে যায়।

গ) গরুর শরীরে অতিরিক্ত মোটাতাজাকরণ ঔষধ দিলে গরুর শরীরে পানি চলে আসে এবং গরুটি অসুস্থ ও দুর্বল হয়ে পরে। অনেকক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যে গরুটি মারা যায়। তাই এ ধরনের মোটাতাজা গরু কখনই হাটে তোলা সম্ভব নয়।

ঘ) একটি মাঝারি ওজনের গরু মোটাতাজাকরণে যে স্টেরয়েড নামক উপাদান ব্যবহার করা হয়, একটি ডিমে প্রাকৃতিকভাবে তার থেকে অধিক পরিমাণে স্টেরয়েড থাকে। তাই স্টেরয়েডের কারণে ভয় পাওয়ার কিছু নেই। (http://goo.gl/UGjpvO)

ঙ) গরু মোটাতাজাকরণ সিস্টেমটি একসময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে শেখানো হয়েছিলো। যে বিষয়টি এতদিন সরকারিভাবে শেখানো হলো, সেটা আজ হঠাৎ করে বিষাক্ত হয়ে গেলো কেন ?

বলাবাহুল্য সারা বছর গরুর মোটাতাজা হচ্ছে সেই খবর নাই, ঈদ আসলেই মিডিয়াগুলোর অপপ্রচার মাথাচারা দিয়ে আসে। মূলত: গরুর মাংশ বিরোধী অপপ্রচারের মূল ভিত্তি হচ্ছে ভারতীয় উগ্রহিন্দুত্ববাদীদের টাকা। ভারতীয় উগ্রহিন্দুরা বাংলাদেশের মিডিয়াগুলোতে ঈদের আগে টাকা ঢালে বলেই এ ধরনের অপপ্রচার শুরু হয়। বাংলাদেশের মানুষকে এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সচেতন হতে হবে।

বিষয়: বিবিধ

১১৭৮ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340859
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..



যথার্থ বলেছেন, সহমত

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
340860
১০ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যথার্থ বলেছেন। মিডিয়ার চুলকানি উদ্দেশ্যমূলক।
340900
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
শেখের পোলা লিখেছেন : কি জানি বাপু৷ এই সময় নাকি বেশী বেশী অখাদ্য গরুকে গেলানো হয়৷
340903
১০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
আবু জান্নাত লিখেছেন : মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : যথার্থ বলেছেন। মিডিয়ার চুলকানি উদ্দেশ্যমূলক।
340922
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১৯
হতভাগা লিখেছেন : কুরবানী আল্লাহর জন্যই করা হয় , সুতরাং সেটার জন্য আল্লাহই সুন্দর ব্যবস্থা করে দেবেন । আর রোগ শোক তো আল্লাহই দেন পরীক্ষার করার জন্য , আবার তিনি সেটা সারিয়েও দেন ।
340936
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কৃত্রিমভাবে গরু মোটাতাজা করাকে প্রতিরোধ করলেই তো হয়। ঈদের আগে চুলকানি হয় কেন??
341112
১১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৭
সামছুল লিখেছেন : অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
341284
১২ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : সত্যি ভেবে দেখা দরকার।
341569
১৪ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:০২
সাদাচোখে লিখেছেন : আসসালামুআলাইকুম।
অবশ্যই উদ্দেশ্যমূলক নিউজ।
ফলাফল হবেঃ সত্য ও মিথ্যার প্রভেদ আরো পরিষ্কার হবে। হক ও বাতিল পন্থীরা ক্লিয়ারলী সেফারেট হতে থাকবে। এ জাতীয় সংবাদ আখেরে আল্লাহ ওয়ালাদের জন্য পজেটিভ রেজাল্ট হয়েই দেখা দেবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File