তারপরও বেকার যুবকেরা একটি সুন্দর স্বপ্ন দেখে...

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০৩ এপ্রিল, ২০১৫, ০৬:৩৭:৪২ সন্ধ্যা

(Basherkella)

বৃহস্পতিবার বাংলাদেশের রেলস্টেশন, বাস টার্মিনালে ভীড় জমায় একদল তরুন। তাদের লক্ষ্য ঢাকা; কারন এদেশে ঝাড়ুদার নিয়োগ করলেও তার নিয়োগ পরীক্ষা হয় ঢাকা থেকে। তারা কেউ প্রিলি দেবে; কেউ রিটেন; কেউ ভাইভা। কারো প্রথম, কারো পঞ্চাশতম; কারো বয়স শেষের শেষ পরীক্ষা।।

মা ফোন দেয়- 'বাবা পাশ করেছিস দুই বছর হল; একটা কিছু কর। তোর বাবার পক্ষে আর সম্ভব না। মা তোর জন্য আশীর্বাদ করছি। এবার তোর চাকরি হবেই হবে'

বাবা ফোন দেয়- 'বাবা আমাদের জন্য না; তোর জন্য একটা চাকরি ঠিক কর; বয়স কত হয়েছে খেয়াল আছে তোর।'

কথা দেয়া প্রিয়তমার ফোন বাজে - 'তুমি বিসিএস ক্যাডার হও; ব্যাংকার হও

এইটা আমি চাই না; একটা ছোটখাট চাকরি যোগাড় করো প্লিজ। বড় জব

পরে দেখা যাবে।'

শুধুমাত্র একটি চাকুরির জন্য যুবকটি অনার্স ফাস্ট ইয়ার থেকে মুখস্ত করে আসছে - কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ডয়ের সব সংখ্যা; জবের সকল গাইড।

পৃথিবীর ২১৫ টি দেশের রাজধানী, মুদ্রা, আয়তন, জনসংখ্যা, রাষ্ট্রনায়কের নাম সবই তার মুখস্থ।

যমুনা সেতুর পিলার কয়টা?

চর্যাপদের কোন লাইন কে লিখেছেন?

কোন জেলায় কি আছে?

পৃথিবীর কোন নদী, শহর, প্রনালী, বাঁধ কোথায়? .. .... ... সবই তার মুখস্থ।

যুবকটি একটি সুন্দর স্বপ্ন নিয়ে রাতভর পাড়ি দিয়ে ঢাকা পোঁছায়। সকালে পরীক্ষা। ঢাকায় নেমে হাতমুখ ধুয়ে ২টা পরটা গিলে এক্সাম হলে দৌড় দেয়।

পরীক্ষা ভালোই দেয়; হল থেকে বের হওয়ার পরপরই পর্যায়ক্রমে- মা, বাবা,

প্রিয়তমা, বন্ধুদের ফোন।

বাসে ওঠে যখন শুনে তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে; মন ভেঙ্গে যায়।

বেশিরভাগ যুবকেরাই বার বার ভাইভা দেয়, কিন্তু চাকরি মিলে না।

ফিজিক্স থেকে পাস করে চাকরি মিলে হয়ত কৃষি ব্যাংকে; সারাজীবন রসায়ন পড়ে হয়ত ঢুকে পুলিশ বিভাগে; প্রানীবিদ্যা, উদ্ভিদবিদ্যা পড়ে তাকে ঢুকতে হয় মার্কেটিং জবে !!

কেউ পুরো বেকার; কেউ অর্ধেক বেকার; কেউ কোনমতে পড়ে থাকে পেটচালানোর জন্য।।

স্বাধীনতার ৪২ বছর পরও আমাদের যুবকদের জন্য চাকরির নিশ্চয়তা নেই।

রাষ্ট্র ডিজিটাল হয়; জিডিপি বাড়ে; বাজেটের আকার বাড়ে; শতশত মাল্টিন্যাশনাল কোম্পানি দেশে ঢুকে; কেবল উন্নয়নের চুক্তি হয়; বৈঠক হয়; ঝাঁকে ঝাঁকে সেমিনার-সিম্পজিয়াম হয় ......

কেবল নিয়োগ বিজ্ঞপ্তি বাড়ে না, কর্মসংস্থান বাড়ে না।

বেকারের ভীড় বাড়তে থাকে; ১টি পোস্টের বিপরীতে উপচে পড়ে হাজার হাজার প্রতিযোগী ।। তারপরও যুবকেরা একটি সুন্দর স্বপ্ন নিয়ে প্রতি বৃহস্পতিবার ঢাকার উদ্দেশ্যে ছুটে; কোন এক শুক্রবারে তার স্বপ্ন পূরণ হবে।।

মাকে ফোন করে বলবে- 'মারে আমার চাকরি হয়েছে'

বাবাকে বলবে- 'বাবা তুমি এবার বিশ্রাম নাও; শুধু বাজার করবে; পত্রিকা পড়বে আর টিভি দেখবে'।

প্রিয়তমাকে বলবে- 'আগামী মাসেই তোমার বাবার সামনে আমি দাঁড়াবো;

দেখি কে ঠেকায়!!

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

312697
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : চাকরী পাওয়া অনেকের জন্য সোনার হরিন। কিক্ত "মামা চাচা" থাকলে ডালভাত।
312698
০৩ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
শেখের পোলা লিখেছেন : বাস্তবতাই আক্ষেপের সাথে উগরে দিয়েছেন৷ এ সব এখন আর মনে আঘাত করেনা৷ কেননা আমি অন্ততঃ এর জন্য নিজেকেই ধিক্কার দিই আর বলি, ৪৪ বৎসর আগে 'সোনার বাংলা শ্বশান কেন' পোষ্টার দেখে মিথ্যা মরিচিকার পিছনে বাধা না মেনে দৌড়েছিলি৷ সেই সোনার বাংলা তো গড়েছিস৷ তারই সুখ ভোগ কর৷
312714
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৮:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দুষ্টরা যে সমাজে রয়েছে সেই সমাজে মেধাবীরা চকুরী পাবে না
312731
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রায় ৫০ বছর আগে পশ্চিমবঙ্গের বেকার সমস্যা নিয়ে শংকর "জন অরন্য" অর সুনিল গঙ্গোপাধ্যায় "প্রতিদন্দি" লিখেছিলেন। যার দুইটিই সত্যজিত রায় এর হাতে চলচ্চিত্রায়িত হয়েছিল। আমাদের দেশে কিন্তু না বেকারদের কোন উপকার হচ্ছে না তাদের কথা কেউ বলছে।
312734
০৩ এপ্রিল ২০১৫ রাত ০৯:২৪
দিগন্তের সূর্য লিখেছেন : কোথায় যেন পড়েছিলাম।
====================
চাকরি চাকরি। চাকরিই যুবকদের সৃজনশীলতাকে নষ্ট করে দিচ্ছে।
312743
০৩ এপ্রিল ২০১৫ রাত ১০:২৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : বুঝেছি আপনি এম বি বি এস অর্থাৎ মা বাবার বেকার ছেলে!!!!

শিক্ষিত বেকার!!!! সমবেদনা রইল, আমারও শুরু স্ট্রাগলিং টার্ম।
312778
০৪ এপ্রিল ২০১৫ রাত ১২:১৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : একটা ছোটখাট চাকরি যোগাড় করো প্লিজ। বড় জব
পরে দেখা যাবে...........

আসলে টাকা কি জিনিস বুঝতে এই রকম পোস্ট মাঝেমধ্যে দরকার! পড়ে টাকা ওয়ালারা ভাবনার জলতরঙ্গে ভাসবে! ইলিশের আর গরম ভাত........ আরো কত কি......
313363
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:৩২
আশাবাদী যুবক লিখেছেন : আমাদের শিক্ষাব্যবস্থায় নিজেকে সৃজনশীল করে তৈরি করার মত কিছু নেই ৷ যদি আমরা চাকরীর আশা না করে নিজে থেকেই কিছু করার জন্য নিজেকে প্রস্তুত করি তবেই এই সমস্যার সমাধান হবে ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File