নাস্তিকদের কারণে হত্যার পরিমাণ কতখানি ?
লিখেছেন লিখেছেন বিভীষিকা ২৩ জানুয়ারি, ২০১৫, ০৬:২৬:৫১ সন্ধ্যা
(ওমর জাবির)
Encyclopedia of Wars নামের তিন খণ্ডের এক বিশাল বইয়ে ১৭৬৩টি যুদ্ধের বিস্তারিত বর্ণনা রয়েছে। এর মধ্যে ১২৩টি যুদ্ধকে ধর্ম সম্পর্কিত বলে চিহ্নিত করা হয়েছে। যার অর্থ এই পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, তার মধ্যে মাত্র ৬.৯৮% যুদ্ধ ধর্ম সম্পর্কিত। ৯৩% যুদ্ধের সাথে ধর্মের কোনোই সম্পর্ক নেই।
J. Rummel এর বিখ্যাত Lethal Politics এবং Death by Government বইয়ে দেখানো হয়েছে, নাস্তিকদের কারণে হত্যার পরিমাণ কতখানি—
Non-Religious Dictator Lives Lost
Joseph Stalin 42,672,000
Mao Zedong 37,828,000
Adolf Hitler 20,946,000
Chiang Kai-shek 10,214,000
Vladimir Lenin 4,017,000
Hideki Tojo 3,990,000
Pol Pot 2,397,000
Rummel বলেন—
প্রায় ১৭ কোটি পুরুষ, মহিলা এবং শিশুকে গুলি করে, পিটিয়ে, নির্যাতন করে, কুপিয়ে, পুড়িয়ে, অভুক্ত রেখে, বরফে জমিয়ে, পিষে বা জোর করে কাজ করিয়ে মেরে ফেলা হয়েছে। জীবন্ত পুঁতে, পানিতে ডুবিয়ে, ফাঁসিতে ঝুলিয়ে, বোমা মেরে, বা অন্য আরও নানা পদ্ধতি ব্যবহার করে সরকারগুলো নিরস্ত্র, অসহায় দেশবাসী এবং বিদেশীদের হত্যা করেছে। মোট মৃতের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যেতে পারে। মানব জাতি যেন এক কালো মহামারির শিকার। কিন্তু এই মহামারি কোনো জীবাণু থেকে সৃষ্ট মহামারি নয়, বরং শক্তির মোহ থেকে সৃষ্ট মহামারি।
১৯৮০ থেকে ২০০৫ সাল পর্যন্ত পরিসংখ্যানে অ্যামেরিকাতে মাত্র ৬% আক্রমণ হয়েছে মুসলিম চরমপন্থিদের দ্বারা, বাকি ৯৪% আক্রমণ হয়েছে ল্যাটীনো, বামপন্থি চরমপন্থি, ইহুদি চরমপন্থি, কম্যুনিস্ট, এবং অন্যান্য সংগঠন দিয়ে। [http://www.globalresearch.ca/non-muslims-carried-out-more-than-90-of-all-terrorist-attacks-in-america/5333619]
একইভাবে ইউরোপে ৯৯.৬% আক্রমনের পেছনে কোনো মুসলিম দলের হাত নেই। যেমন, ২০০৬, ২০০৭, ২০০৮ সালের ইউরোপের পরিসংখ্যানে: পাঁচটি আক্রমণ ইসলাম চরমপন্থীদের দ্বারা, আর বাকি ১,৫৮৯টি আক্রমণ বিভিন্ন অমুসলিম, সেক্যুলার দলের দ্বারা। এই পরিসংখ্যানগুলো ইউরোপের সরকারি পরিসংখ্যান থেকে নেওয়া। বিস্তারিত জানতে এই আর্টিকেলটি পড়ুন: http://www.loonwatch.com/2010/01/terrorism-in-europe/
শুধু তাই না, আমেরিকার সরকারি পরিসংখ্যান অনুসারে: ধর্ম সম্পর্কিত আক্রমণে ৮২%-৯৭% হতাহত হচ্ছে মুসলিমরাই!
The claim is similar to one in a 2011 report by the US government’s National Counter-Terrorism Center (NCTC), which said: “In cases where the religious affiliation of terrorism casualties could be determined, Muslims suffered between 82 and 97% of terrorism-related fatalities over the past five years.” [http://www.bbc.co.uk/news/magazine-30883058]
দুঃখজনকভাবে আজকে আধুনিক যুগের মানুষরা মিডিয়ার গণমগজ ধোলাইয়ের শিকার। মিডিয়া বেশিরভাগ মানুষকে সফলভাবে বোঝাতে পেরেছে যে, যত মারামারি, খুনাখুনি, হত্যা হয়, তার বেশিরভাগ হয় ধর্মের কারণে। ধর্ম না থাকলে মানুষ অনেক শান্তিতে বাস করতে পারত। মিডিয়ার নানা ধরনের মগজ ধোলাইয়ের শিকার হয়ে মানুষ এতটাই বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে যে, তারা ভালো করে জানে: মিডিয়া যা বলে, তার বেশিরভাগই উদ্দেশ্য প্রণোদিত, বিকৃত, কিন্তু তারপরেও তারা মিডিয়াকেই বিশ্বাস করে, যখন তা ধর্মের ব্যাপারে কিছু বলে।
বিষয়: বিবিধ
১৯৫৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কই এখানে মুক্তিযুদ্ধের কন্যা ওরফে রাজাকারের লাদীর ম্যাত্কার দেখতেছিনা কেন ?
কোথায় গেল সে ?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : হা হা,দেখুন পলপট অথবা স্টালিনের ধ্বজাকে কেউ সর্বযুগের শান্তির প্রতিক দাবি করে না। কিন্তু নবী মোহাম্মদের ধ্বজাধারীরা যখন দাবি করেন ইসলাম সর্বযুগের শান্তি!! প্রশ্ন উঠে তখনই।
১। নবী মোহাম্মদ স্বয়ং নিজ হাতে বানু কুরাইজা যুদ্ধে নিজ হাতে ৮০০ ইহুদী নারী ও শিশুকে গলা কেটে কতল করেছেন।
২। অতপর আলী-আয়স-মুয়াবিয়া-হুসেন-ইয়াজিদ দাঙ্গা ফ্যাসাদে ইসলামের ঊষালগ্নে ১ লক্ষ মুসলমানের রক্ত ঝড়েছে শান্তির! ধর্ম ইসলামে।
৩। সেই থেকে ইসলামের হত্যা যজ্ঞ চলছে। ১ম বিশ্বযুদ্ধে অটোমান হত্যা যজ্ঞে ১০ লক্ষ আর্মেনিয়ান খ্রীষ্টান নিহত হয়।
৪। দক্ষিন সুদানে ইসলামিক Devil on a horse back জল্লাদ'দের হাতে ৫ লক্ষ অমুসলিম সুদানিজ নিহিত হয়।
৫। ১৯৭৯ সাল থেকে ১০ বছর মেয়াদী ইরান-ইরাক যুদ্ধে ১ কোন মুসলিম নিহত হয়।
৬। ইসলামের হত্যাযজ্ঞ চলছে- সিরিয়ার চলমান যুদ্ধে মুসলিম জেহাদীরা এ পর্যন্ত ৫ লক্ষ মুসলিমকে কতল করে ইসলামী খেলাফত কায়েম করেছে।
৭। পাকিস্তানে ইসলামী জেহাদীদের হাতে গত ১০ বছরে ১ লক্ষ মুসলিম নারী শিশু পুরুষ কতল করেছে।
৮। ১৯৭১ সাথে পাকসেনা এবং তাদের দোসর আলবদর রাজাকারের হাতে ৩০ লক্ষ বাঙালির জীবন কেড়ে নেয়। ধর্ষনের শিকার হয় ৩ লক্ষ নারী
৯। ইসলামের শান্তির সৈনিক বোকোহারাম, আইসিস, আলকায়দা, আলশাহাব, হুজী, আনসার উল্লা, হাক্কানী পার্টি, তালেবান, তেহেরকি তালেবান.......... এর চলমান শান্তির!!! মিশন চলছে।
নবী যে নিজ হাতে ৮০০ শিশু ও নারী হত্যা করছে তার তথ্যসূত্র দাও।পাতি নাস্তিকগীরি না কইরা এইখানে দেখ নাস্তিক পীর পারভেজ আলম এই বিষয় নিয়ে কি লিখছে: Click this link
সাবধান এই লেখা পইড়া যাতে লেখকরে ইসলামিস্ট বইলা নিজের কসা না হয় সেই দিকে ভাল কইরা খেয়াল দিবা ।
তোমার মন্তব্য পড়িয়া সহীহ নাস্তিক সাইট হইতে দুইখানা লেখা সংগ্রহ করিতে হইল ,দেখোতো এই ধ্বজাধরীরা সহীহ নাস্তিক কিনা ,এর আগে ও তুমি আমারব্লগে সিকানদার নিকের একটা মন্তব্যে হিরোশিমার হত্যাকান্ড সমার্থন করছিলা এই চেতনায় খেয়াল আছে ?
বলেছিলা উহা নাকি মানবতা রক্ষার্থে হত্যা করা হইছে ,
link 1,link 2
এইবার তালেবান প্রসঙ্গ ,
তার আগে এই উদ্বৃতিগুলোর তথ্যসূত্র দাও ,
ঠিক কত সঠিক তথ্যসূত্র সহ?
ঠিক কত তথ্যসূত্র সহ?
যুদ্ধ সংগঠিত করেছিল কি কোন ইসলামিক দল নাকি তৈল রাজনীতি?
ঠিক কত তথ্যসূত্র সমেত?
ঠিক কত তথ্যসূত্র সমেত দাও ?
এবার দেখ আলকায়েদা,তালেবান ,ISIS কাদের সৃষ্ট এবং উদ্যেশ্য কি ,
link 1,link 2,link 3,link 4
বিঃ দ্রঃ সকল প্রকার লিংক চেক করিয়া তোমার কসা হইয়া গেলে আমি দায়ী থাকিবনা ।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : ছাগল কি গাছে ধরে!! সিরাতের কাহিনী গ্রহন যোগ্য না তো আপনার মত জামতী রাম ছাগলের কথা গ্রহন যোগ্য??আপনার নবীর কুকর্ম সর্বজন বিদিত। নিচের সাহি হাদীস খানা চোখে চশমা দিয়ে পড়ুন।
Sahih Abu Dawud 38:4390/সাহি আবু দাউদ- ৩৮:৪৩৯০
Narrated Atiyyah al-Qurazi: I was among the captives of Banu Qurayzah. They (the Companions) examined us, and those who had begun to grow hair (pubes) were killed, and those who had not were not killed. I was among those who had not grown hair.
আল্লার মুমিন'দের নিত্য দিনের ইতরামি/কুকর্ম/খুন/খারাপি/ধর্ষন জানতে সূত্র লাগে নাকি? এগুলো সিএনএন, বিবিসি, আলজাজিরা, এনডিটিভি.......র প্রতি দিনের হেড লাইন নিউজ। এই তো এই আজকেও বোকোহারামের মুমিন'রা ক্যামেরুনের এক গ্রামে ১৫০ জন কাফের কতল করেছে। অন্য দিকে আইসিস এর আল্লার মুমিন'রা দুই জাপানি সাংবাদিককে জিম্মি করে ২০০ মিলিয়ন ডলার মুক্তিপন দাবি করেছে।
সবগুলোর সূত্র চাইলেন, তো ১৯৭১ এ পাকি মুমিন'দের ৩০ লক্ষ বাঙলি কতলের সূত্র চাইলেন্না যে। ৩ লক্ষ নারী ধর্ষনের সূত্রও লাগবে?? নাকি রাজাকার সাইদীর ওয়াজ শুনলেই হবে??????
শোনা যায় তিনি নারী ও শিশুদের যুদ্ধবন্দি করছিল খুন না।
এইখানে কতজন হত্যা করছে তার সংখ্যা কই ?
প্রাপ্তবয়স্কদের হত্যার নির্দেশ দিছিল ।তবে ঠিক কোন কারনে বনুকুরায়জার প্রাপ্তবয়স্কদের হত্যার নির্দেশ দেওয়া হইছিল তা তুমি জানতো?
আসো দেখি:
এরপর ও কসা রোগীর মত বনুকুরায়জা নিয়া ফালাফালি করলে পাতি নাস্তিক ছাড়া আর কিছু কওয়া সম্ভব না ।
ও আরেকটা কথা ,আমি যে তথ্যসূত্র চাইলাম তার কি হইল ?
তথ্যসূত্র কই ?
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 10348
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
১। নবী মোহাম্মদ স্বয়ং নিজ হাতে বানু কুরাইজা যুদ্ধে নিজ হাতে ৮০০ ইহুদী নারী ও শিশুকে গলা কেটে কতল করেছেন।
২। অতপর আলী-আয়স-মুয়াবিয়া-হুসেন-ইয়াজিদ দাঙ্গা ফ্যাসাদে ইসলামের ঊষালগ্নে ১ লক্ষ মুসলমানের রক্ত ঝড়েছে শান্তির! ধর্ম ইসলামে।
৩। সেই থেকে ইসলামের হত্যা যজ্ঞ চলছে। ১ম বিশ্বযুদ্ধে অটোমান হত্যা যজ্ঞে ১০ লক্ষ আর্মেনিয়ান খ্রীষ্টান নিহত হয়।
৪। দক্ষিন সুদানে ইসলামিক Devil on a horse back জল্লাদ'দের হাতে ৫ লক্ষ অমুসলিম সুদানিজ নিহিত হয়।
৫। ১৯৭৯ সাল থেকে ১০ বছর মেয়াদী ইরান-ইরাক যুদ্ধে ১ কোন মুসলিম নিহত হয়।
৬। ইসলামের হত্যাযজ্ঞ চলছে- সিরিয়ার চলমান যুদ্ধে মুসলিম জেহাদীরা এ পর্যন্ত ৫ লক্ষ মুসলিমকে কতল করে ইসলামী খেলাফত কায়েম করেছে।
৭। পাকিস্তানে ইসলামী জেহাদীদের হাতে গত ৫ বছরে ৩ লক্ষ মুসলিম নারী শিশু পুরুষ কতল হয়।
৮। ১৯৭১ সাথে পাকসেনা এবং তাদের দোসর আলবদর রাজাকারের হাতে ৩০ লক্ষ বাঙালির জীবন কেড়ে নেয়। ধর্ষনের শিকার হয় ৩ লক্ষ নারী
৯। ইসলামের শান্তির সৈনিক বোকোহারাম, আইসিস, আলকায়দা, আলশাহাব, হুজী, আনসার উল্লা, হাক্কানী পার্টি, তালেবান, তেহেরকি তালেবান.......... এর চলমান শান্তির!!! মিশন চলছে। এর শেষ কোথায়???
নবী যে নিজ হাতে ৮০০ শিশু ও নারী হত্যা করছে তার তথ্যসূত্র দাও।পাতি নাস্তিকগীরি না কইরা এইখানে দেখ নাস্তিক পীর পারভেজ আলম এই বিষয় নিয়ে কি লিখছে: Click this link
সাবধান এই লেখা পইড়া যাতে লেখকরে ইসলামিস্ট বইলা নিজের কসা না হয় সেই দিকে ভাল কইরা খেয়াল দিবা ।
তোমার মন্তব্য পড়িয়া সহীহ নাস্তিক সাইট হইতে দুইখানা লেখা সংগ্রহ করিতে হইল ,দেখোতো এই ধ্বজাধরীরা সহীহ নাস্তিক কিনা ,এর আগে ও তুমি আমারব্লগে সিকানদার নিকের একটা মন্তব্যে হিরোশিমার হত্যাকান্ড সমার্থন করছিলা এই চেতনায় খেয়াল আছে ?
বলেছিলা উহা নাকি মানবতা রক্ষার্থে হত্যা করা হইছে ,
link 1,link 2
এইবার তালেবান প্রসঙ্গ ,
তার আগে এই উদ্বৃতিগুলোর তথ্যসূত্র দাও ,
ঠিক কত সঠিক তথ্যসূত্র সহ?
ঠিক কত তথ্যসূত্র সহ?
যুদ্ধ সংগঠিত করেছিল কি কোন ইসলামিক দল নাকি তৈল রাজনীতি?
ঠিক কত তথ্যসূত্র সমেত?
ঠিক কত তথ্যসূত্র সমেত দাও ?
এবার দেখ আলকায়েদা,তালেবান ,ISIS কাদের সৃষ্ট এবং উদ্যেশ্য কি ,
link 1,link 2,link 3,link 4
বিঃ দ্রঃ সকল প্রকার লিংক চেক করিয়া তোমার কসা হইয়া গেলে আমি দায়ী থাকিবনা ।
এটা প্রমানিত সত্য যে ধর্মবিরোধি রাস্ট্রই সবসময় শক্তি প্রয়োগ করে ক্ষমতায় বসেছে সোভিয়েত থেকে শুরু করে কোথাও ধর্মহিন রাষ্ট্র জনসমর্থনে প্রতিষ্ঠিত হয়নি।
মন্তব্য করতে লগইন করুন