কোরআন সম্পর্কে কয়েকজন খ্যাতনামা অমুসলিম পন্ডিতদের উক্তি=>
লিখেছেন লিখেছেন বিভীষিকা ১৬ জুন, ২০১৪, ০২:৫৫:০৭ দুপুর
মূল লেখকঃ-মহিউদ্দীন উজ্জল।
১.কোরআনের
বিধানাবলী স্বয়ং সম্পূন্ন ও পূর্ণাঙ্গ।
-আর্ন ল্ড টয়েনবি
২.পবিত্র কোরআন শুধুমাএ কতগুলি ধর্মীয় বিধানাবলী সমষ্টিই নয়,বরং উহাতে এমন এমন সামাজিক ও রাষ্ট্রীয়
বিধানাবলীও রয়েছে যা গোটা মানব জাতির জন্যই সমান কল্যাণকর।
-ডঃ মসিজিউন
৩.মুহাম্মদের এ দাবী আমি সর্বান্তকরণে স্বীকার করি যে কোরআন মুহাম্মদের
সঃ একটি সর্বকালীন
শ্রেষ্ঠ মোজেযা।
-মিঃ বোরথ সমুখ
৪.আমি কোরআনের শিক্ষাসমূহের উপরে গবেষণা করে এই সিদ্ধান্তে পোঁছেছি যে,কোরআন নাযিলকৃত আসমানী কিতাব এবং শিক্ষাসমূহ মানব স্বভাবের সাথে সম্পূর্ণ সামন্জস্যশীল।
-মিস্টার গান্ধী
৫.ইসলামকে যারা প্রতিক্রিয়াশীল ধর্ম
বলে নিন্দা করে,তারা কোরআনের শিক্ষাকে সঠিকভাবে উপলদ্ধি করতে পারেনি। এই কোরআনের বদৌলতেই আরবদের
কায়া সম্পুর্ণ পাল্টে গিয়েছিল।
-মোসেউর্মিওব ফ্রান্স
অন্যান্য ধর্মালম্বীরা যেখানে কুরআনের উপর গবেষণা করে বিভিন্ন কিছু আবিষ্কার করছে। আর
আমরা মুসলিম জাতি কুরআনকে শুধু ধর্মগ্রন্থ হিসেবে সওয়াবের আশায় তেলওয়াত করেই দায়িত্ব শেষ করছি।
তাই আসুনঃ কুরআন
পড়ি জীবন গড়ি আল
কুরআনের সমাজ গড়ি।
বিষয়: বিবিধ
১৬৮৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ক্বুরআন সম্পর্কে এত ভাল ভাল রিমার্কস করাদের মধ্যে কে কে ইসলাম ধর্ম গ্রহন করে মুসলমান হয়েছিল ?
মন্তব্য করতে লগইন করুন