একজন জার্মান মুসলিম স্কলারকে যখন ইসলাম আর সন্ত্রাসবাদের সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হল, তখন তিনি এই কথাগুলো বলেছিলেনঃ

লিখেছেন লিখেছেন বিভীষিকা ০২ এপ্রিল, ২০১৪, ০৩:৫০:৫৩ রাত



- প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত কারা করেছিল? মুসলিমরা নয়, তাই না?

- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কারা শুরু করেছিল? মুসলিমরা নয়, তাই না?

- অস্ট্রেলিয়ায় প্রায় দুই কোটি অ্যাবোরিজাইনদেরকে কারা হত্যা করেছিল? মুসলিমরা নয়, তাই না?

- মানবজাতির ইতিহাসে সর্ব প্রথম বারের মত কারা পারমাণবিক বোমা ফাটিয়েছিল? মুসলিমরা নয়, তাই না?

- উত্তর আমেরিকার দশ কোটিরও বেশি আদিবাসীকে কারা হত্যা করেছিল? মুসলিমরা নয়, তাই না?

- দক্ষিণ আমেরিকার পাঁচ কোটি আদিবাসীকে কারা খুন করেছিল? মুসলিমরা নয়, তাই না?

- কারা আফ্রিকার আঠারো কোটি মানুষকে গোলাম বানানোর জন্যে জোর করে ধরে নিয়ে গিয়েছিল, তারপর তাদের শতকরা ৮৮ ভাগকে মেরে আটলান্টিক মহাসাগরে ফেলে দিয়েছিল? মুসলিমরা নয়, তাই না?

না, মুসলিমরা নয়! আগে সন্ত্রাসবাদের একটা সঠিক পরিচয় নির্ধারণ করুন। যদি একজন অমুসলিম কোনও কারণ ছাড়াই মানুষ খুনের মত অপরাধ করে, তখন আপনারা সেটাকে শুধু “অপরাধ” হিসেবেই ধরে নেন, এবং আপনাদের চোখে সেই অমুসলিমটি হয় স্রেফ একজন “অপরাধী”।

কিন্তু একজন মুসলিম যদি নিজেকে বাঁচানোর জন্যেও লড়াই করে, তাহলে সে আপনাদের কাছে হয়ে যায় একজন ভয়ানক সন্ত্রাসী! আগে এই “ডাবল স্ট্যাণ্ডার্ড” পরিহার করুন, তারপর এ- ব্যাপারে কথা বলতে আসুন!

বিষয়: বিবিধ

১২৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

201498
০২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩২
ভিশু লিখেছেন : চমৎকার, সত্য এবং অত্যন্ত যৌক্তিক কথাগুলো!
খুব ভালো লাগ্লো...Happy Good Luck
201528
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৮:১৬
আকাশকুসুম লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ, পিলাচ

তবে রেফারেন্স দেয়ার অভ্যাস করুন। Winking
201540
০২ এপ্রিল ২০১৪ সকাল ০৯:২৭
আকাশকুসুম লিখেছেন : আমাদের সবার উচিত এগুলি জেনে রাখা
০২ এপ্রিল ২০১৪ সকাল ১০:০৯
151194
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : ঠিক বলেছেন ভাই, আমাদের সবার উচিত এগুলি জেনে রাখা
201556
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:০১
ঈগল লিখেছেন : জাযাকাল্লাহ খায়রুন।
201559
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৭
রাইয়ান লিখেছেন : একদম সত্যি কথা ..... অনেক ধন্যবাদ ।
201568
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ১০০% ঠিক।
আমাদের এই উপমহাদেশেও ইউরোপিয় উপনিবেশিক রা হত্যা করেছিল অসংখ্য মানুষকে। যে পর্তগিজ রা এইদেশে ডাকাতি করত এখন তারা যখন মানবাধিকার এর কথা বলে তখন শুনলে হাসি পায় বৈকি।
201597
০২ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৭
আব্দুল গাফফার লিখেছেন : চমৎকার একদম সত্যি কথা ,অনেক ধন্যবাদ ।     |  
201612
০২ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩২
বাংলার দামাল সন্তান লিখেছেন : ভালো লাগলো, ধন্যবাদ, পিলাচ
201716
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪১
আহ জীবন লিখেছেন : অবস্থা এমন "কৃষ্ণ করলে লীলা খেলা আমি আমার প্রয়োজনে করলেও ............"
১০
201938
০৩ এপ্রিল ২০১৪ রাত ০১:০০
মাটিরলাঠি লিখেছেন : আমেরিকা আর ইয়োরোপ মিলে একটা ট্যাবলেট আবিস্কার করেছে যার নাম - "হিউম্যান রাইটস্‌" আর গত কয়েক দশক ধরে তা বিশ্বের বিভিন্ন জায়গায় খাওয়ানোর চেষ্টা করে থাকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File