বহুল আলোচিত নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষার বইয়ের ভুল সংশোধন প্রসঙ্গে-

লিখেছেন লিখেছেন ভাঙা নৌকা ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:১৫:২৪ সন্ধ্যা

[img]http://www.bdtomorrow.net/blog/bloggeruploadedimage/shopno/1361970539.jpg[/img

বহুল আলোচিত একটি বাক্য নিয়ে অনেককেই অবগত আছেন।

নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষার বইয়ে 'দেব-দেবির বা আল্লাহ ব্যতিত অন্য কারো নামে পশু জবেহ করা পশু খাওয়া হারাম' এই বাক্যটি অনেকের মনে নাড়া দিয়েছে।

কেউ বলছে এটি ঠিক আছে, এটা নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয়। আবার কেউ বলছে এটি ঠিক নেই।

আমি এখানে বাক্যটির সমাধান দিলাম-

অনেকে মনে হয় এই ইসলাম বইয়ের পুরো বাক্যটি পড়েননি।

এখানে লেখা আছে, দেব-দেবির বা আল্লাহ ব্যতিত অন্য কারো নামে পশু জবেহ করা পশু খাওয়া হারাম ।

এখানে তেমন কোনো ভুল নেই। তবে ইসলাম ধর্মে কেনো দেব-দেবির কথা থাকবে না।

দেব-দেবির কথা থাকবে হিন্দু ধর্মে।

কোনো দেব-দেবির নামে মুসলমানরা পশু জবাই করে না। একমাত্র আল্লাহর নামে পশু জবাই করা হয়। সেটা কি শিক্ষা মন্ত্রণালয় জানেন না?

নবম ও দশম শ্রেণীর ইসলাম শিক্ষার এই বাক্যটি দ্রুত সংশোধনের জন্য শিক্ষামন্ত্রীকে আমরা আহ্বান জানাচ্ছি।

তবে সংশোধন করা সম্ভব না হলে দেশের সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের জানাচ্ছি যে, আপনার পাঠ্য বইয়ের 'দেব-দেবী' শব্দটি ফ্লুইট দিয়ে বা যেকোনো উপায়ে মুছে ফেলুন।

দেব-দেবিসহ পুরো বাক্যটি পড়া জায়েজ হবে না। কারণ মুসলমানরা দেব-দেবীর নামে পশু জবাই করে না।

বিষয়: বিবিধ

১৪২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File