বাংলাদেশে এখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না!

লিখেছেন লিখেছেন ভাঙা নৌকা ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৯:০২ রাত

বাংলাদেশে কিন্তু এখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছে না। কারণ প্রকৃত যুদ্ধাপরাধী ছিল পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন কর্মকর্তা যাদেরকে কিন্তু শেখ মুজিবুর রহমান ছেড়ে দিয়েছিলেন। এ ইতিহাস যেন আমরা বিস্মৃত না হই। তবে মানবতাবিরোধী যাদের কথা বলা হচ্ছে-তারা কিন্তু অন্যান্য দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিতেও আছে। কিন্তু বেছে বেছে জামায়াতে ইসলামী ও বিএনপির লোকজনের বিচার করা হচ্ছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে থাকা যুদ্ধাপরাধীদের বিচার এখনও করা হয়নি। এ সম্পর্কে একটি উদাহরণ আপনাদেরকে দেই যেটি আমাদের আজকের (১৪ ফেব্রুয়ারি) পত্রিকায় আছে। বাংলাদেশের জামালপুর জেলাতে সরিষাবাড়ি নামে একটি জায়গা আছে। সেখানে গতকাল একটি গণতন্ত্র মঞ্চ তৈরি করা হয়েছিল। আর সেই গণতন্ত্র মঞ্চের যিনি প্রধান নেতা তার নাম নুরু মাওলানা। তিনি ১৯৭১ সালের যুদ্ধাপরাধী। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি নিজে মানুষ হত্যা করেছেন। সেই ব্যক্তি আজ গণতন্ত্র মঞ্চের নেতৃত্ব দিচ্ছেন। তার মানে সরকারী দল আওয়ামী লীগ করলে যুদ্ধাপরাধী কিংবা মানবতাবিরোধীও মুক্তিযোদ্ধা হয়ে যায়। তো এ বিষয়টি এই সরকারের একটা বড় সমস্যা। কাজেই সব মিলিয়ে আমি যে কথা বলব সেটা হচ্ছে- আমাদের গণতন্ত্র হুমকির সম্মুখীন হচ্ছে, দেশ সহিংসতার দিকে এগিয়ে যাচ্ছে। কাজেই যারা সরকারে আছেন তারা যদি একটু দায়িত্বশীলতার সঙ্গে কাজ না করেন তাহলে বাংলাদেশ দীর্ঘমেয়াদী সহিংসতার মধ্যে পড়তে পারে। আর সেটা কোনো দেশপ্রেমিক নাগরিকের কাম্য হতে পারে না। আমি একজন পত্রিকার সম্পাদক হিসেবে জনগণকে শান্তি, ন্যায়বিচার এবং আইনের শাসনের দিকে আহবান জানাচ্ছি। কোনো mob rule একটি রাষ্ট্রের আইন হতে পারে না। আর mob rule যদি চলে তাহলে ট্রাইব্যুনাল বিচার করবে কীভাবে! আর সেক্ষেত্রে ট্রাইব্যুনালের বিচারের গ্রহণযোগ্যতা থাকবে কী করে! ইতোমধ্যে আপনারা জানেন যে জাতিসংঘ বাংলাদেশের ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। এই চাপের মধ্যে ট্রাইব্যুনালের বিচারপতিদের পক্ষে কোনো রায় দেয়া কীভাবে সম্ভব হতে পারে সেটা আমি বুঝতে পারি না। কিছুদিন আগে আমাদের একজন বরেণ্য আইনজীবী ব্যারিস্টার রফিকুল হকও বলেছেন, এরপর এই ট্রাইব্যুনাল থেকে যে রায়ই দেয়া হোক না কেনো তা প্রশ্নবিদ্ধ হবে। আর এই পরিস্থিতি তৈরির জন্য সরকারই সর্বোতভাবে দায়ী- এ কথাটাও যেন আমরা ভুলে না যাই।

বিস্তারিত :

http://bangla.irib.ir/2010-04-21-08-29-09/2010-04-21-08-30-45/item/45985-শাহবাগ-আন্দোলন-সম্পর্কে-মাহমুদুর-রহমান-যা-বললেন

বিষয়: বিবিধ

৯৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File