সাগর-রুনির হত্যার মতোই এ (ঐশী) হত্যাকাণ্ড
লিখেছেন লিখেছেন ভাঙা নৌকা ১৭ আগস্ট, ২০১৩, ০৯:৫৪:৪৮ রাত
ছোট্ট একটি মেয়ে। ও লেভেল। নাইন কি ক্লাস টেন-এ পড়ে। একটিমাত্র মেয়ে যতই নেশা করুক না কেন? তার বাবা-মা তো আর নেশা করে নাই। অবশ্যই হত্যাকাণ্ডের সময় মেয়েকে আটকানো পারতো। এ হত্যাকাণ্ডে অবশ্যই কোন রহস্য রয়েছে। প্রশাসনিক রহস্য! সাগর-রুনিকে সরকার বাহিনী যখন হত্যা করল তখন পরকীয়ার কথা বলে চালিয়ে দেয়া হয়েছিল। পরে জানা গেল এ হত্যাকাণ্ড সরকার বাহিনীর করেছে। সাগরের ল্যাপটপে অনেক তথ্য ছিল। তাই এই হত্যাকাণ্ড। ঐশীর বাবা একজন বড় ধরনের পুলিশ কর্মকর্তা। ঘটনা ঘটটে কি না ঘটতেই শনিবার রাত ৮টায় ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম হত্যাকাণ্ডের তথ্য জানান। এ হত্যাকাণ্ড রহস্যজনক। এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো উচিত বাংলাদেশের সকল পুলিশ বাহিনীর। সঠিক তদন্ত করা উচিত।
বিষয়: বিবিধ
১৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন