সুরাহ আনকাবুতের ৪ নং আয়াত ও আনিসুল হক

লিখেছেন লিখেছেন সাদিক বিন সাঈদ ২৮ মার্চ, ২০১৩, ১১:৩৫:৫১ সকাল

আনিসুল হক মাফ চেয়েছেন কিছুটা হলেও ভালো কিন্তু আপনি কি মাফ চাওয়ার পর ইসলামের দিকে ফিরে আসবেন? বা এই সংবাদের পূর্বমুহূর্ত পর্যন্ত আপনার ভুমিকা কি ছিল? আপনি কি এ পর্যন্ত যা করেছেন তা নাস্তিকতা প্রমোট করার জন্য নয়? আপনার জন্য কোরআনের একটি আয়াত উদ্ধৃত করছি -

৪) আর যারা খারাপ কাজ করছে তারা কি মনে করে বসেছে তারা আমার থেকে এগিয়ে চলে যাবে ? বড়ই ভুল সিদ্ধান্ত তারা করছে৷ [আন কাবুত]

আপনি তো প্রথম আলো যুগ্ম-সম্পাদক হয়ে ধরাকে সরা জ্ঞান করেন। ইসলামী আন্দোলন ধ্বংস করার জন্য মিথ্যা অপবাদে ইসলামী ব্যক্তিত্বদের বিচারের নামে হত্যা করার উদ্যোগ নিয়েছেন। দেখুন যে পুরাতন পাপ করেছেন কোর'আন অবমাননা করে সেটাই আপনাকে একেবারে তলানিতে নামিয়ে দিল। যে কোর'আন আপনি অবমাননা করলেন সেই কোর'আনের আয়াতই আপনার জীবনে বাস্তবায়ন হয়ে গেল। আল্লাহ্‌ আপনাকে হেদায়েত দান করুন নতুবা ধ্বংস করে দিন।

অটঃ প্রতিনিয়ত বস্তুনিষ্ঠ সাংবাদিকতা উপহার দিচ্ছে আমার দেশ। অপরাধীরও আত্মপক্ষের সমর্থনের সুযোগ থাকতে হবে। তার মতামতও আসতে হবে। যাতে সচেতন পাঠক যাচাই করে নিতে পারে। ধন্যবাদ আমার দেশকে।

বিষয়: বিবিধ

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File